Advertisement
Advertisement

রাশিচক্র ২০১৮: কী কী থাকছে নতুন বছরের ঝুলিতে?

রাশিফল অনুযায়ী আগেভাগেই জেনে নিন ২০১৮ কেমন যাবে আপনার।

Horoscope 2018: Read what the year has in store
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2017 10:06 am
  • Updated:September 18, 2019 1:32 pm  

শেষ হতে চলল ২০১৭। নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন বছর কেমন যাবে আপনার? কেরিয়ারে আসতে চলেছে কোনও বড় পরিবর্তন, নাকি চাকরি ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? এই বছরও চুটিয়ে প্রেম করবেন নাকি আচমকাই ফুটে যেতে পারে বিয়ের ফুল? শরীর-স্বাস্থ্য এবং পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে তা আগে থেকে আঁচ করার ইচ্ছে নেই এমন মানুষ বোধহয় পাওয়া কঠিন। তাই রাশিফল অনুযায়ী আগেভাগেই জেনে নিন ২০১৮ কেমন যাবে আপনার। খোঁজখবরে সংবাদ প্রতিদিন ডিজিটাল

Ariesএরিস (২১ মার্চ – ১৯ এপ্রিল): নতুন বছর আপনাদের কাটবে আনন্দেই। নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করে থাকলে, এই বছর সেই চিন্তা বাস্তবায়িত করার আদর্শ সময়। যাঁরা প্রেম করেন তাঁদের জন্য এই বছর বেশ ভাল। সঙ্গীকে নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ মিলতে পারে এই বছর। কিন্তু হুজুগের বশে এমন কোনও কথা দিয়ে ফেলবেন না, যার জেরে আপনাকে ভবিষ্যতে পস্তাতে হয়। শরীর ভাল থাকবে নতুন বছরে। রোজকার কাজের পাশাপাশি শরীরচর্চা করলে খুব সহজেই শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন।

Advertisement

টরাস (২০ এপ্রিল – ২০ মে): এই বছরটা taurus-2জাতক-জাতিকাদের শান্তিপূর্ণই কাটবে। যাঁরা লেখাপড়া করেন, তাঁদের জন্য নতুন বছর সাফল্য নিয়ে আসবে। এর পাশাপাশি, আধ্যাত্মিক ক্ষেত্রেও আপনি প্রভাবিত হবে নতুন বছরে। মানসিক শান্তির খোঁজ নতুন বছরে আপনাকে ভাবনাচিন্তায় রাখবে। যাঁরা বহুদিন ধরে প্রেম করছেন বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে নতুন বছরে। তবে খরচ করুন বুঝে। বছরের প্রথমার্ধে অতিরিক্ত খরচ করলে সেই ফল দ্বিতীয়ার্ধে ভুগতে হতে পারে।

জেমিনি (২১ মে – ২০ জুন): নতুন বছরে মনের মানুষকে খুঁজে পাবেন জাতক-জাতিকারা। তবে খেয়াল রাখবেন, নিজস্ব ভাবনাচিন্তা যেন সম্পর্কের মাঝে বাধা হয়ে না দাঁড়ায়। নতুন বছর যে কোনও ক্ষেত্রেই আচমকা কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। হঠকারিতা করলে বিপদে পড়তে হতে পারে আপনাকে। যদিও সৃষ্টিশীল ভাবনাচিন্তার জন্য এই নতুন বছর বেশ ভাল। jemini

ক্যানসার (২১ জুন – ২২ জুলাই): নতুন বছর জাতক-জাতিকাদের মোটামুটি কাটবে। বছরের নানা সময় অর্থনৈতিক সমস্যা হতে পারে। তাই বুঝে খরচ করতে হবে বছরের শুরু থেকেই। অযথা অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ করলে বছরের শেষদিকে সমস্যা হতে পারে। পাশাপাশি শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত সম্পর্কগুলি নতুন বছরে সমস্যার সম্মুখীন হতে পারে। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নতুন বছরে নজর দিতে হবে। তবে সহজেই আগত সমস্যার সমাধান মিলবে। cancer-2

leo-2লিও (২৩ জুলাই – ২২ আগস্ট): এই রাশির জাতক-জাতিকাদের নতুন বছর কাটবে দুর্দান্ত। সম্পর্ক এবং চাকরি নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে নতুন বছরে এই পথ চলাকেই চুটিয়ে উপভোগ করা যাবে। এর পাশাপাশি নতুন বছরে নতুন বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। ভাগ্যদেবী খুব সহায় থাকলে নতুন বছরে লটারিযোগও রয়েছে।

virgo-2ভার্গো (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর): নতুন বছরে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে। পাশাপাশি, সম্পর্ক নিয়ে গোলযোগ দেখা দিতে পারে নতুন বছরে। যে সম্পর্কে থাকা যাচ্ছে না, তা অযথা বয়ে চলার চেষ্টা করার প্রয়োজন নেই। নতুন বছর নিজের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। নতুন কিছু শেখার পক্ষেও বেশ ভাল এই সময়।

লিব্রা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর): নতুন কোনও কিছু শেখার জন্য এই নতুন বছর আদর্শ এই রাশির জাতক-জাতিকাদের জন্য৷ কাজের জায়গায় নিজেকে প্রমাণ করতে সক্ষম হওয়া যাবে৷ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই খরচ করুন বুঝে৷ নতুন বছরে প্রেমের ক্ষেত্রে লিব্রাদের জন্য রয়েছে সুখবর৷ একাকীত্বে ডুবে না থেকে নতুন বছরে খুঁজে পাওয়া যাবে মনের মানুষকে৷ পাশাপাশি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও নতুন বছর আদর্শ৷ libra-2

স্করপিও (২৩ অক্টোবর – ২১ নভেম্বর): নতুন বছরটা খুব দ্রুত কাটবে এই রাশির জাতক-জাতিকাদের৷ কাজ এবং প্রেম এই বিষয়ই মূলত প্রাধান্য পাবে এই নয়া বছরে৷ কাজের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হবেন নতুন বছরে৷ কর্মক্ষেত্রে নিজের লক্ষ্যপূরণ করার জন্য নতুন বছর আদর্শ৷ সম্পর্কের ক্ষেত্রে নতুন বছরে কিছু জটিলতা আসতে পারে৷ একাধিক সম্পর্ক তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই নতুন বছর৷ যদিও এর মধ্যে মাত্র কয়েকটি সম্পর্কই স্থায়ী হবে৷ scorpio-2

saggetariusস্যাজিটেরিয়াস (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর): নতুন বহু মানুষের সঙ্গে পরিচয় হবে এই নতুন বছরে৷ পাশাপাশি, প্রেম এবং যৌনতার ক্ষেত্রেও নতুন বছর বেশ ভাল৷ কিন্তু ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হতে পারে এই রাশির জাতক-জাতিকারা৷ কিন্তু এই সমস্যা আর্থিকভাবে তাঁদের জীবনে কোনও সমস্যার সৃষ্টি করবে না৷

capricorn-2ক্যাপ্রিকর্ন (ডিসেম্বর ২২ – ১৯ জানুয়ারি): নতুন বছরে নিজেকে নতুনভাবে খুঁজে পাবে এই রাশির জাতক-জাতিকারা৷ অন্যরকম ভাবনাচিন্তার জন্য নতুনবছর আদর্শ৷ এর পাশাপাশি যাঁরা এতদিন ধরে সম্পর্কে রয়েছেন, নতুন বছরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ নতুন বছর আর্থিক অবস্থা থাকবে মোটমুটি৷

অ্যাকোয়ারিয়াস (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): নতুন বছরটা এই রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল৷ অনেক ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, যে কোনও সম্পর্কই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন বছর আদর্শ৷ আগামী বছর কর্মক্ষেত্রেও আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ aquarius

pisces-2পাইসেস (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মানসিক শান্তি জাতক-জাতিকাদের জীবনের উন্নতির সোপান হবে এই নতুন বছরে। পাশাপাশি, কর্মক্ষেত্রে এই বছর অনেক বেশি সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ভাবনাচিন্তা এবং কাজ নিয়ে স্বপ্ন দেখা এই রাশির জাতক-জাতিকাদের লক্ষ্যভ্রষ্ট করতে পারে এই নতুন বছরে। তাই সাবধানে স্বপ্ন দেখতে হবে। প্রেমের ক্ষেত্রেও পাইসেসদের বছরটা মন্দ নয়। জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা রয়েছে এই নতুন বছরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement