Advertisement
Advertisement
Horoscope

২২-২৮ অক্টোবরের Horoscope: উৎসবের মরশুমে কী রয়েছে ভাগ্যে? জেনে নিন রাশিফল

রইল সাপ্তাহিক রাশিফল।

Here is your weekly horoscope from 22nd to 28th October, 2023 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 22, 2023 9:17 am
  • Updated:October 25, 2023 4:25 pm  

চলছে উৎসবের মরশুম। এই সময়ে কী রয়েছে ভাগ্যে? পুজোয় জীবনে আসবে নতুন প্রেম? জেনে নিন চলতি সপ্তাহের রাশিফল।

মেষ

aries1দীর্ঘদিন ধরে কোনও কাজের জন্য চেষ্টা করে থাকলে চলতি সপ্তাহে সাফল্য আসতে পারে। দলগতভাবে কাজ করলে তাতে সাফল্য পাবেন। কোনও কাজে সাফল্য পাওয়ার জন্য সামান্য সমঝোতা করতে পারেন। আপনার সন্তান এবং পরিজনদের সময় দিন। ধৈর্যশক্তি বৃদ্ধির চেষ্টা করুন।

Advertisement

বৃষ

taurusএই রাশির জাতক-জাতিকাদের এনার্জির অভাব দেখা দিতে পারে। তাই এই সপ্তাহে পারলে কাজ থেকে বিরতি নিন। প্রিয়জনদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময়ে খরচ বাড়তে পারে। মোবাইল বা গাড়ি কেনার প্রয়োজন হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই বিশ্রাম নিন।

মিথুন

jeminiসবচেয়ে বেশি বিশ্বস্ত কারও থেকে আঘাত পেতে পারেন। সে আপনার বিশ্বাসভঙ্গ করতে পারে। তবে এই সপ্তাহে জাতক-জাতিকারা জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। আপনার বিশ্রাম প্রয়োজন। তাই অসুস্থতার এড়াতে আগেভাগেই কাজ থেকে বিরতি নিন।

কর্কট

cancerসকলের সঙ্গে সহজভাবে মেলামেশার চেষ্টা করুন। জীবনে বড় কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তা সে কর্মক্ষেত্রে হোক কিংবা অন্য কোথাও। সঞ্চয়ে মন দিন। ভাল শ্রোতা হওয়ার চেষ্টা করুন। কুঅভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন। নিজেকে সুস্থ রাখতে ব্যায়াম করুন।

সিংহ

leoসপ্তাহের শুরুতে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ও আয়ও বাড়বে। যে কাজটি করতে চান তা মন প্রাণ দিয়ে করুন। এই রাশির জাতকরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ভ্রমণের যোগ রয়েছে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনিয়ম করবেন না।

কন্যা

virgoগত কয়েকদিন অপরিসীম কাজের চাপ ছিল এই রাশির জাতক-জাতিকাদের। তাই এবার ধীরে ধীরে কাজের চাপ কমান। নিজেকে সময় দিন। পরিজনদের সঙ্গে সময় কাটান। আপনার পরিবারে বেশ বড়সড় কোনও সমস্যা দেখা দিতে পারে। এই সময় ধৈর্য হারাবেন না। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, অবসাদ কাটিয়ে ওঠুন।

তুলা

leoএই রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে কর্মফল ভোগ করতে হবে। তা হতে পারে ভাল আবার মন্দও। অর্থ সমস্যা দেখা দিতে পারে। তবে তা সাময়িক। অর্থ সংকট কাটার পর সঞ্চয়ে মন দিন। এই সময়ে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

বৃশ্চিক

scorpioনিয়মের বেড়াজালে আপনি ক্লান্ত। তাই এবার রোজকার রুটিনে বদল আনুন। বেড়িয়ে আসুন। প্রিয়জনদের সঙ্গে দূরত্ব পিছনে ফেলে একসঙ্গে সময় কাটান। নিজের কাজের প্রতি আরও নিষ্ঠাবান হোন।

ধনু

saggetariusঅশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনের ছোটখাট সমস্যাকে মিথ্যে প্রমাণ করে শান্তির পথ বেছে নিন। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনার দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে।

মকর

capricornপরিবার এবং চাকরির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করুন। যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিজনদের সময় দিন। উপার্জনের অন্য রাস্তা বেছে নিতে পারেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এলার্জি অথবা হাড়ের ব্যথায় ভুগতে পারেন। তাই সাবধানে থাকুন।

কুম্ভ

aquariusএই রাশির জাতক-জাতিকারা অল্পেই রেগে যান। তাই রাগ ছাড়ুন। সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তাই বেহিসাবি খরচে রাশ টানুন। এই সময়ে শারীরিক সমস্যা দূর হতে পারে।

মীন

piscesসাফল্য আপনার হাতে মুঠোয়। আপনার সুসময় দোরগোড়ায়। আপনার ভাবনাচিন্তার আরও প্রসার হোক। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। সেখানেও সাফল্য পাবেন। দলগত যেকোনও কাজের ক্ষেত্রে আপনিই সেরা। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের বিবাহযোগ রয়েছে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement