Advertisement
Advertisement
Weekly horoscope

১৯-২৫ নভেম্বরের Horoscope: এই রাশির জাতকদের নামে রটতে পারে অপবাদ, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন সাপ্তাহিক রাশিফল।

Here is weekly horoscope from 19th-25th November, 2023 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 11:19 am
  • Updated:November 19, 2023 11:45 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। যাঁরা কর্মক্ষেত্রে টাকাপয়সা নিয়ে কাজ করেন তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। বাবা ও মায়ের একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বন্ধুবান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও অসময়ে কাউকে পাশে পাবেন না।

Advertisement

বৃষ

taurusকর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভালোই পাবেন। তবে কাজের চাপের জন‌্য ক্লান্তিবোধ করতে পারেন। অংশীদারী ব‌্যবসায়ী অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা প্রকাশ করবেন না। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। ভাইবোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।

মিথুন

jeminiনতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। অত‌্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদ হতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের যোগ আছে। স্বাধীন ব‌্যবসায় উন্নতি। জাতকের বন্ধুভাব তেমন ভালো নয়। কতিপয় বন্ধু সবসময় ঠকানোর চেষ্টা করবে। সন্তানের দাম্পত‌্য কলহের জন‌্য আপনাকে দুশ্চিন্তায় থাকতে হতে পারে।

কর্কট

cancerসপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকাদের জীবিকা নিয়ে খুব একটা চাপে থাকতে হবে না। সরকারি কাজে কর্মরত ব‌্যক্তিদের অর্থনৈতিক উন্নতি। ব‌্যবসায় কিছু সমস‌্যা থাকবে। ব‌্যবসা বৃদ্ধির আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। সঙ্গীত জগতের সঙ্গে জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ আসবে।

সিংহ

leoসপ্তাহের প্রারম্ভে নতুন জমি বা বাড়ি কেনার জন‌্য শুভ সময়। কর্মক্ষেত্রে কোনও মহিলা বা পুরুষ সংক্রান্ত ব‌্যাপারে অপবাদ রটতে পারে। এ ব‌্যাপারে খুব সাবধানে থাকবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। জাতকের সপ্তাহের মধ‌্যভাগে কিছু রোগভোগের জন‌্য বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা। ছোট সন্তানদের পরীক্ষার ফল মোটামুটি ভালোই হবে। সপ্তাহের শেষে কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে গেলে ভালো ফল পেতে পারেন।

কন্যা

virgoএই রাশির ধনযোগ অতিশয় শুভ। বিভিন্ন সূত্র থেকে অর্থ হাতে আসার সম্ভাবনা। জাতকের কন‌্যাসন্তানের পড়াশোনায় কৃতিত্বের জন‌্য মুখ উজ্জ্বল হবে। কাছের মানুষজনের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। এই রাশির জাতক-জাতিকাদের চোখের সমস‌্যায় কিছুটা ভুগতে পারেন।

তুলা

leoকর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য সময়টি শুভ। পরিবারে রূঢ় ব‌্যবহার থেকে বিরত থাকুন। ঘনিষ্ঠ আত্মীয়ের কলকাঠিতে বাড়িতে শুভ কাজ আটকে যেতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধের সম্ভাবনা। সপ্তাহের মধ‌্যভাগে মানসিক শান্তির জন‌্য পুজোপাঠে মন দিন।

বৃশ্চিক

scorpioগৃহে সুখশান্তি বজায় থাকবে। পরিবারে ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। বাড়িতে মূল‌্যবান সামগ্রী খুব সাবধানে রাখুন। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে।

ধনু

saggetariusসৃষ্টিশীল কাজে সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। গৃহে আনন্দ অনুষ্ঠানের জন‌্য বাড়তি খরচ হতে পারে। দীর্ঘদিনের কোনও সমস‌্যা এই সময় মিটে যেতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ঠিকাদারি ব‌্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালান।

মকর

capricornসপ্তাহের প্রারম্ভে অহেতুক বিবাদের জন‌্য কর্মস্থানে বিড়ম্বনা। পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। আর্থিক চাপ বাড়তে পারে। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। কন‌্যাসন্তানের বিয়ের আলোচনা এই সময় সেরে রাখতে পারেন। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না।

কুম্ভ

aquariusবহুদিন ধরে চলা কোনও অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। বিদেশে কর্মরত সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। দাম্পত‌্য জীবনে বিভিন্ন কারণে সমস‌্যা দেখা দিতে পারে। নিজের উদাসীনতার জন‌্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের কাছে নিজের টাকা-পয়সা কোনও আলোচনা করবেন না। তাদের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা না করাই শ্রেয়।

মীন

piscesব‌্যবসাদারদের সপ্তাহের শুরুতে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছন্দ‌্য ফিরে আসবে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। তবে চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত‌্যন্ত পারদর্শী হয়। তাদের হাতের কাজ কোনও মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement