Advertisement
Advertisement
Weekly Horoscope

৭-১৩ জানুয়ারির Horoscope: কেমন কাটবে আগামী সপ্তাহ? জেনে নিন রাশিফল

রাশিফল মিলিয়ে জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে।

Here are your weekly horoscope from 7-13th January, 2024। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 7, 2024 11:01 am
  • Updated:January 7, 2024 11:02 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। হস্তশিল্পীদের কাজের নৈপুণে‌্যর জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়।

Advertisement

বৃষ

taurusছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাইরের লোকের উপর ব‌্যবসার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। নিম্নাঙ্গে চোট-আঘাত লাগার সম্ভাবনা।

মিথুন

jeminiসপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। নতুন ব‌্যবসায় এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বাড়বে। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ‌্য দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। শ্বশুরকুল থেকে সাহাযে‌্যর ফলে নতুন ব‌্যবসায় উন্নতির যোগ। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। প্রবাসে বসবাসকারী সন্তানের অাগমনে সংসারে খুশির হাওয়া।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকাদের এই সময় ব‌্যবসায় উন্নতি লক্ষ‌্য করা যায়। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সন্তানের লেখাপড়ায় সাফলে‌্যর জন‌্য মানসিক শান্তি। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। মৌসুমী রোগ থেকে সাবধানে থাকুন।

সিংহ

leoসপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। সন্তানের শারীরিক অসুস্থতার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। জীবনে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা আসতে পারে। এই সময় স্ত্রীর শারীরিক অসুস্থতার জন‌্য অার্থিক অতিরিক্ত ব‌্যয় হতে পারে। ব‌্যক্তিগত জীবনে ওঠাপড়া থাকলেও ভারসাম‌্য বজায় থাকবে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।

কন্যা

virgoকর্মক্ষেত্রে সহকর্মীদের সাহাযে‌্য উন্নতি ও অর্থাগম। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ আদালত পর্যন্ত যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহাযে‌্য সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও অার্থিক উন্নতি। সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।

তুলা

leoএই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। বন্ধু-বান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে আপনি তাদের পাশে পাবেন না। সন্তানের অন‌্যায় অাচরণকে প্রশ্রয় দেবেন না। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। রাজনীতিবিদ্‌রা সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্ত্রীর রূঢ় ব‌্যবহারের জন‌্য পরিবারে অশান্তি। বাবা-মা ও ভাইবোনদের প্রতি কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে ভাল ব‌্যবহার পাবেন না। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানার কাজে নিয়োজিত হতে পারেন। সপ্তাহের অন্তভাগে পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের অার্থিক মন্দাভাব কেটে যাবে।

ধনু

saggetariusএই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকে। কর্মক্ষেত্রে প্রভৃত উন্নতি ও দূর বদলির যোগ। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবে। অামদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। পিতা-মাতার মধে‌্য কেহ একজনের শরীরের ঊর্ধ্বাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা। নিজের বেপরোয়া মনোভাবের জন‌্য ব‌্যবসায় লোকসান বৃদ্ধি।

মকর

capricornসপ্তাহের শুরুতে নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। পত্নীভাব অশুভ না হলেও শারীরিক কারণে তার রুক্ষ অাচরণে মন ব‌্যথিত হবে। সন্তানের পড়াশোনায় সার্বিক সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। উচ্চ-বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছু সমস‌্যা থাকবে। অবিবাহিতদের বিবাহ-যোগ বিদ‌্যমান। চাকুরি প্রার্থীদের চাকুরি লাভের যোগ এই সময় নির্দেশ করে।

কুম্ভ

aquariusকৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। বাবা-মায়ের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। চাকরিজীবীদের কর্মস্থানে কাজের জন‌্য সুনাম বাড়বে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন‌্য তীর্থভ্রমণে যেতে পারেন। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের অাচার-ব‌্যবহারে পরিবারে অশান্তি। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে হাত পড়তে পারে।

মীন

piscesকর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন অাসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও অার্থিক উন্নতি। অনে‌্যর কথায় না বুঝে যেখানে সেখানে বিনিয়োগ করবেন না। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল অাশানুরূপ হবে না। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অার্থিক উন্নতি। চাকুরিজীবীরা সপ্তাহের শেষে নতুন অায়ের উৎস খুঁজে পাবেন। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement