Advertisement
Advertisement
Horoscope

৪ জুন-১০ জুনের Horoscope: স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বাড়বে এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন সাপ্তাহিক রাশিফল।

Here are your weekly horoscope from 4th June to 10th June। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 4, 2023 9:35 am
  • Updated:June 4, 2023 9:38 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। পরিবারের কোনও সদস‌্য আপনাকে অন্যের চোখে হেয় করার চেষ্টা করবে। নিজের অধিকার কখনওই ছেড়ে দেবেন না। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নিজ দলে পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব‌্যবসায় আপনার সাফল‌্য অনেকেই মেনে না নিতে পারে। এদিক থেকে সাবধানে থাকুন। সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ থেকে মুক্তি।

Advertisement

বৃষ

taurusসপ্তাহের প্রারম্ভে আপনার সন্তান বাইরে চাকরিতে যাওয়ার জন‌্য আপনার মনোকষ্ট। বাবার শরীর এই সময় খুব একটা ভাল যাবে না। ব‌্যবসায় ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থ ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় ভাল সুযোগ আসবে। এই সময় তাঁরা উচ্চশিক্ষায় সুযোগ পাবেন। পারিবারিক সম্পত্তি বিক্রি নিয়ে অন‌্য শরিকদের সঙ্গে অশান্তি মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। সপ্তাহের শেষে অর্থভাগ‌্য একটু ওঠানামা করতে পারে।

মিথুন

jeminiকৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় ফসল বিক্রি করে হাতে বাড়তি অর্থ আসবে। উচ্চ-বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছুটা সমস‌্যা থাকবে। তবে আগামিদিনে সঠিক মনোনিবেশের ফলে সাফল‌্য আসবে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার আশা উজ্জ্বল। নতুন করে ব‌্যবসা করার জন‌্য সময়টি শুভ। অবিবাহিতদের বিবাহ-যোগ বিদ‌্যমান।

কর্কট

cancerএই সপ্তাহে নতুন গৃহাদি নির্মাণ ও যানবাহন লাভের সম্ভাবনা। তবে যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয়। স্কুল পড়ুয়া সন্তানদের পড়াশোনায় মানসিক চাঞ্চল‌্য ও অন‌্যমনস্ক ভাব থাকার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। চাকরিপ্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। সপ্তাহের মধ‌্যভাগে কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বাবা-মায়ের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তার বিশেষ কারণ নেই।

সিংহ

leoএই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা শুভ। এই সময় আয় বৃদ্ধির যোগ লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীদের পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন শুভ। তবে একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। মূল‌্যবান জিনিস এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার সম্ভাবনা। শেয়ার বা লটারিতে কিছু অর্থ হাতে এলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না।

কন্যা

virgoসপ্তাহের শুরুতে নানাবিধ দুশ্চিন্তা, অপ্রত‌্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন। এই সময় নিজের বুদ্ধিবলে সমস‌্যা মেটানোর চেষ্টা করুন। চাকরিজীবীদের কর্মস্থানে কাজের জন‌্য সুনাম বাড়বে। পরিবহণ ব‌্যবসায়ীরা ব‌্যবসায় বিনিয়োগ করতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন‌্য তীর্থ ভ্রমণে যেতে পারেন। বয়ঃসন্ধির সন্তানদের নিয়ে পরিবারে অশান্তি হতে পারে।

তুলা

leoসপ্তাহের শুরুর দিকে কিছু সমস‌্যা থাকলেও পরবর্তী সময়ে সমস‌্যা থেকে বেরিয়ে আসতে হবে। আর্থিক খরচ বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীদের ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওযার ফেল লোকসান বাড়তে পারে। পরিবারের কোনও সদস‌্য আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তবে ভাগ্যের সহায়তায় আপনি সেই সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুতে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল হওয়ায় শান্তিতে থাকতে পারবেন। কোনও বন্ধুর উসকানিতে ভুল পথে পা দেবেন না। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। অতিরিক্ত ঋণের বোঝার জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের বিশেষ সাফল‌্য লাভের সম্ভাবনা এবং নতুন দিশা দেখতে পাবেন। সন্তানের আচার-ব‌্যবহার নিয়ে পরিবারে অশান্তি।

ধনু

saggetariusকর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। এই সময় আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও ভিন রাজ্যে বদলি হতে পারেন। ভাই-বোনদের অন‌্যায় আবদার কখনওই মেনে নেবেন না। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জন বাধা। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফলন এবার ভালই হবে। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে হাত পড়তে পারে।

মকর

capricornপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় এই সময় অল্পবিস্তর বিনিয়োগ করলেও বড় বিনিয়োগ না করাই শ্রেয়। এই সময় অপব‌্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। স্ত্রীর কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। সেই সুযোগকে কখনওই হাতছাড়া করবেন না। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। পিতার শরীর এই সময় খুব একটা ভাল যাবে না। জাতকের পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। পত্নীভাব অশুভ না হলেও শারীরিক কারণে তার রুক্ষ আচরণে মন ব‌্যথিত হবে। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। সব কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে।

মীন

piscesসপ্তাহের প্রারম্ভে আয়ের সঙ্গে ব‌্যয়ের সমতা না থাকার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। এই সময় হাতে বাড়তি অর্থ পাওয়ার সম্ভাবনা। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। সপ্তাহের মধ‌্যভাগে নানাবিধ সমস‌্যায় পড়লেও তা থেকে বেরিয়ে আসতে পারবেন। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে থাকবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement