Advertisement
Advertisement

Breaking News

Weekly horoscope

৩-৯ সেপ্টেম্বরের Horoscope: মাসের প্রথম সপ্তাহে কী রয়েছে আপনার ভাগ্যে? জেনে নিন রাশিফল

জেনে নিন সাপ্তাহিক রাশিফল।

Here are your weekly horoscope from 3rd to 9th September, 2023 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 3, 2023 10:37 am
  • Updated:September 3, 2023 10:37 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনও আত্মীয়ের সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। তবে খেলাধুলায় সাফল‌্য আসবে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। অনে‌্যর কথায় প্রভাবিত হয়ে কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনও ভাল কাজের খবর আসতে পারে।

Advertisement

বৃষ

taurusসপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সেই অনুপাতে হবে না। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এই সময় পরিবারের সঙ্গে সম্পত্তিজনিত সমস‌্যার সমাধান সম্ভব। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য অর্থের টান আসতে পারে।

মিথুন

jeminiবন্ধুবান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। খেলাধুলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। পিতামাতার থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সদভাব বজায় থাকবে।

কর্কট

cancerসপ্তাহের শুরুতে আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভাল হবে। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ লক্ষ‌্য করা যায়। আপনার প্রতিবাদী মনোভাবের জন‌্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। কোনও মূল‌্যবান সামগ্রী এই সময় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা। বয়ঃসন্ধি সন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধবের জন‌্য বিপথে যাওয়ার সম্ভাবনা।

সিংহ

leoকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। এই সময় তর্ক-বিতর্কে না যাওয়াই শ্রেয়। জাতকের সন্তানভাব শুভ। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভাল যাবে না। চিকিৎসা বিভ্রাটের জন‌্য বাড়তি অর্থ খরচ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন‌্য অতিরিক্ত বকাঝকা করবেন না। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে।

কন্যা

virgoসন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই সময় অার্থিক চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন সপ্তাহের শেষান্তে শ্বশুরকূল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ‌্য করা যায়।

তুলা

leoকর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এইসময় চাকির পরিবর্তনের চেষ্টা করবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। পরিবারে ছোটখাট কারণে মাথা গরম করবেন না। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ‌্য করা যায়। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।

বৃশ্চিক

scorpioপৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে এই সময় সাফল‌্য আসবে। বন্ধুর বিষয়ে সাবধানে থাকুন। সপ্তাহের মধ‌্যভাগে বিভিন্ন কারণে আর্থিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সন্তানের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না।

ধনু

saggetariusসপ্তাহের শুরুতে জাতকের অর্থকরী দিক ভাল হবে। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এদিক থেকে সাবধানে থাকুন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ।

মকর

capricornসংসারে বেহিসাবি খরচের ফলে পরিবারে অশান্তি। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকে সঞ্চয়ে মন দিন। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস‌্যা থাকবে তবে তাই নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণ নেই। বন্ধুর সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে মনোমালিন‌্য। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন‌্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না।

কুম্ভ

aquariusকর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। সন্তানের অনৈতিক কাজকে সমর্থন করবেন না। সম্পত্তি রক্ষার ব‌্যাপারে ভাই-বোনদের সঙ্গে আলাপ-আলোচনা সেরে নিন। এই সময় জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন।

মীন

piscesএই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। সন্তানের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভাল যাবে না। নতুন গৃহনির্মাণের যোগ। সপ্তাহের মধ‌্যভাগে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধান হওয়া দরকার।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement