কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতিতে ভাল নাকি মন্দ, কেমন কাটবে আপনার চলতি সপ্তাহ? শারীরিক অবস্থাও ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
কর্মক্ষেত্রে অকারণ বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে বাড়তি বিনিয়োগ করবেন না। কর্মপ্রার্থীরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন। সংসারে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন। এই রাশির জাতক-জাতিকারা নিজের শরীরের দিকে নজর দিন। আপাতত সব ধরনের ভ্রমণের পরিকল্পনা বাতিল করুন।
কর্মস্থলে প্রতিকূল পরিবেশ মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই সময় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। নিত্য ব্যবহার্য দ্রব্য, ঔষধ ও রাসায়নিক দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আর্থিক ফল শুভ। পারিবারিক ঝামেলায় তৃতীয় ব্যক্তির অস্তিত্ব অশান্তির কারণ হয়ে উঠতে পারে।
বর্তমান সময়ে আর্থিক সচ্ছলতা থাকলেও অতিরিক্ত ব্যয় সাময়িক দুশ্চিন্তার কারণ হতে পারে। ভ্রাতা বা ভগিনীর সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। স্ত্রী ভাগ্যে অতিরিক্ত অর্থাগম সম্ভব হলেও পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। স্বনিযুক্তি প্রকল্পে নতুন কর্মপ্রার্থীদের কর্মের সুযোগ আসতে পারে।
কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ এলেও বাইরে বদলির সম্ভাবনা দেখা যায়। বিদ্যার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফল ভালই হবে। মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য ঈশ্বরের আরাধনায় মনোসংযোগ করুন। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবেন না।
কর্মক্ষেত্রে বাধা-বিপত্তি আসলেও নিজ যোগ্যতায় পদোন্নতি ঘটাতে সক্ষম হবেন। সপ্তাহের আদ্যভাগে সামান্য রোগভোগের সম্ভাবনা থাকলেও আরোগ্য লাভ সম্ভব। সংসারের উপর অশুভ প্রভাব থেকে রক্ষা করতে ধর্মাচরণে মনোনিবেশ করুন। নতুন যানবাহন ক্রয়ের আগে বাড়ির গুরুজনদের পরামর্শ নিন।
কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। পত্নীর কর্মস্থলে বাধাবিঘ্নর সৃষ্টি হলেও মানসিক অবসাদে পড়তে দেবেন না। পরোপকারী মনোভাব ও কর্তব্যবোধ আপনার যশ ও মান বৃদ্ধিতে সাহায্য করবে। শরীরের নিম্নাঙ্গে আঘাতজনিত কারণে হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।
মানসিক অবসাদকে প্রশ্রয় দেবেন না। সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করুন। কর্মক্ষেত্রে কর্মোন্নতির বাধা কেটে যেতে পারে। ব্যবসায়ীদের সময়টি শুভ। ভাইবোনের বিয়ের যোগ লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের কোনও আশাপূরণের যোগাযোগ লক্ষ্য করা যায়।
ব্যবসায়ীদের বহুদিন জমে থাকা পাওনা পেয়ে যেতে পারেন। তবে এই অর্থ নতুনভাবে বিনিয়োগ না করাই ভাল। এই রাশির জাতকদের পিতা বা মাতার শরীর খুব একটা ভাল থাকবে না তবে মৃত্যুহানির আশঙ্কা নেই। সন্তানদের লেখাপড়ায় সঠিক দৃষ্টি দেওয়া প্রয়োজন।
সপ্তাহের আদ্যভাগে ব্যবসায়ী ও পেশাদারী কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ও যারা নতুন ব্যবসা করতে চান তাদের পক্ষে সময়টি শুভ। শিক্ষার্থীদের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খারাপ হতে পারে। নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাদের সব কথা বিশ্বাসযোগ্য নয়। নতুন দ্বিচক্রযান ক্রয়ের সুযোগ আসতে পারে।
এই রাশির জাতক-জাতিকারা ক্রোধপরায়ণ হয়ে এমন কোনও কাজ করবেন না যাতে বিড়ম্বনায় পড়তে পারেন। সংসারে ও কর্মজীবনে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। সপ্তাহের মধ্যভাগে উপার্জন বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি কার্যে নিযুক্ত আছেন অন্য রাজ্যে বদলির সম্ভাবনা লক্ষ্য করা যায়।
ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগ করে ব্যবসায় সফলতা আসতে পারে। কোনও তৃতীয় ব্যক্তির প্রলোভন বা প্ররোচনায় পা দিবেন না। পথেঘাটে ও যানবাহনে অধিক সতর্কতা বাঞ্ছনীয়। আত্মীয়স্বজনের ব্যবহারে সম্পর্কহানির আশঙ্কা লক্ষ্য করা যায়। পত্নীভাগ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
সপ্তাহের অদ্যভাগে উদরপীড়া, মধুমেহ ও মূত্রাশয় সংক্রান্ত রোগে দৈহিক ক্লেশভোগ করতে হতে পারে। কতিপয় বন্ধু আপনার অনিষ্টের চেষ্টা করলেও বুদ্ধিমত্তার জোরে এই সংকট থেকে উতরে যেতে পারেন। কর্মপ্রার্থীরা আলস্য ত্যাগ করে নতুন কর্মের চেষ্টা করলে আশানুরূপ ফল পেতে পারেন।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে ।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.