Advertisement
Advertisement

Breaking News

Here are your weekly horoscope from 2nd to 8th April, 2023

২-৮ এপ্রিলের Horoscope: আয় বাড়বে নাকি সঞ্চয়? নতুন অর্থবর্ষের প্রথম সপ্তাহে কী রয়েছে ভাগ্যে?

কেমন থাকবে আপনার শরীর-স্বাস্থ্য?

Here are your weekly horoscope from 2nd to 8th April, 2023 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 2, 2023 9:02 am
  • Updated:April 2, 2023 9:06 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল আশা করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কের অবনতি। সাংসারিক জীবনে অসুখে ব‌্যয় বৃদ্ধির সম্ভাবনা। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। ব‌্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা।

Advertisement

বৃষ

taurusসপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভাল উপার্জন হতে পারে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন‌্য বিনিয়োগ করা যেতে পারে। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। অতিরিক্ত বন্ধুবান্ধবের সঙ্গে বিলাসিতায় খরচের জন‌্য অর্থের টান পড়তে পারে।

মিথুন

jeminiঅল্পস্বল্প রোগব‌্যাধি এই সপ্তাহে অল্পবিস্তর ভোগ করতে হবে। পিতার শরীর এই সময় খুব একটা ভাল যাবে না। তবে প্রাণবিয়োগের সম্ভাবনা নেই। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। কর্মপ্রার্থীদের জন‌্য এই সপ্তাহটি অত‌্যন্ত শুভ। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। সন্তানদের আবদার সবসময় মেনে নেবেন না। সপ্তাহের শেষান্তে দুর্ঘটনার যোগ।

কর্কট

cancerসপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভাল করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। এই সময় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের পাশে পাবেন। নববিবাহিতদের দাম্পত‌্য সুখ বজায় থাকবে। সপ্তাহের মধ‌্যভাগে পতঙ্গবাহিত রোগ থেকে সাবধানে থাকুন।

সিংহ

leoস্ত্রীর প্রচেষ্টায় একাধিক উপায়ে উপার্জনের সুযোগ আসবে। এই সময় সঞ্চয়ের দিকে মন দেওয়া উচিত। অংশীদারি ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। পরিবারে আপনার কর্তব‌্য করলেও অন‌্যান‌্য সদস‌্যদের কাছ থেকে ভাল প্রতিদান পাবেন না। যেকোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কন্যা

virgoকর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। প্রেমে জটিলতা কেটে যাবে। ব‌্যবসায় ভুল পরিচালনার জন‌্য ক্ষতির মুখোমুখি হতে পারেন। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষের দিকে মূল‌্যবান নথি অত‌্যন্ত সাবধানে রাখার চেষ্টা করুন।

তুলা

leoকর্মক্ষেত্রে সাফল‌্য। পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ক্ষুদ্র ব‌্যবসায়ীদের ব‌্যবসায় উন্নতি। তবে বাড়তি খরচের দিকে নজর দেওয়া দরকার। স্ত্রীকে নিয়ে পরিবারে সমস‌্যা। ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন।

বৃশ্চিক

scorpioকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ব‌্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার আগে বিচার বিবেচনা করে নেবেন। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। লৌহ, কাগজ ও ওষুধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। আপনার বিপদে তাঁদের পাশে পাবেন।

ধনু

saggetariusএই সপ্তাহে পেশাগত দিক ভাল যাবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। খেলাধুলোর সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা এই সপ্তাহে সাবধানে থাকবেন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ‌্য করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।

মকর

capricornএই রাশির অধিপতি গ্রহরাজ শনি। গ্রহরাজের ইচ্ছায় বহুদিন ধরে চলা দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভাল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। লোকশিল্পীরা  সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন।

কুম্ভ

aquariusচাকরিস্থানে ভাল খবর আশা করতে পারেন। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষান্তে কোনও প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির সম্ভাবনা।

মীন

piscesএই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ের চেষ্টা করা দরকার। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। আপনার ভাল মানুষী সুযোগ হিসাবে পরিবারের অনেকে নেওয়ার চেষ্টা করবে। পরিবারকে নিয়ে ভ্রমণে বেরিয়ে কোনও বিড়ম্বনায় পড়তে পারেন। গুরুপাক খাদ‌্য ও উত্তেজক পানীয়ের ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement