Advertisement
Advertisement

Breaking News

horoscope

২১-২৭ আগস্টের Horoscope: স্ত্রীর উদ্যোমী স্বভাবে এই রাশির জাতকদের ব্যবসায় উন্নতি, কী রয়েছে আপনার ভাগ্যে?

কোন রাশির জাতকদের কেমন থাকবে শরীর-স্বাস্থ্য?

Here are your weekly horoscope from 21th to 27th august 2022 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2022 10:30 am
  • Updated:August 21, 2022 10:30 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

মেষ

aries1ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য বাড়তি বিনিয়োগ করতে হতে পারে। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। পিতামাতার কাছ থেকে দূরে থাকলেও তাঁদের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করুন। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। বহুদিন ধরে চলা অর্থ সমস‌্যা ধীরে ধীরে কেটে যাবে। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে।

Advertisement

বৃষ

taurusবিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনুকূল। এই সময় পুরনো বাধা-বিঘ্ন কেটে যাবে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভাল হবে না।

মিথুন

jemini

সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। ব‌্যবসায় মন্দাভাব চললেও আত্মবিশ্বাস হারাবেন না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যমী হতে হবে। দ্বিমুখী যানের চালকরা অতীব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। ব‌্যবসায় পাওনা টাকা আদায় করতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা।

কর্কট

cancerছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। দাম্পত‌্য জীবনে নানা ঘাত-প্রতিঘাত থাকলেও সম্পর্ক খারাপ হতে পারে। কল-কারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। কর্মপ্রার্থীদের এই সপ্তাহে কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

সিংহ

leo

বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। অনেকদিনের কোনও সুপ্ত ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। পরিবারে সামাজিক অনুষ্ঠান নিয়ে আত্মীয়-স্বজনের উপহাসের কারণ হতে পারেন। যাঁরা বিবাহের কথা ভাবছেন তাঁদের জন‌্য খুব শুভ সময় আসছে।

কন্যা

virgo

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। ব‌্যবসায়ীরা মাথা ঠান্ডা রেখে ব‌্যবসা চালান। পাওনা টাকা আদায় নিয়ে গ্রাহকের সঙ্গে ঝামেলা বাধতে পারে। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন।

তুলা

leo

সম্পত্তি কেনাবেচার জন‌্য সপ্তাহটি শুভ। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। যে কোনও সময়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কারও প্ররোচনায় পা দেবেন না। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য ব‌্যবসায় উন্নতি। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে কোনও আত্মীয়ের থেকে খুশির খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির ক্রমশ উন্নতি হবে। নিজের বিবাহিত জীবনে বহু ঘাত-প্রতিঘাত থাকবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান। আপনার বিপদে বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অত‌্যধিক চিন্তা-ভাবনা না করাই শ্রেয়।

ধনু

saggetariusসপ্তাহের শুরুতে শুধু অর্থ-উপার্জনের দিকে ছুটবেন না। জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যার জন‌্য আপনার সাহায‌্য প্রয়োজন। এই সপ্তাহে অত‌্যধিক খরচের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। ব‌্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে। তবে তা সাময়িক। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত থাকুন। সম্পত্তি রক্ষার জন‌্য আইনজ্ঞের পরামর্শ নিন।

মকর

capricorn

বিদ‌্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। দাম্পত‌্য জীবনে হঠাৎ অশান্তি। পিতার-শরীর এই সময় খুব একটা ভাল যাবে না। তবে বড় কোনও দুর্ঘটনার যোগ নেই। পেশাগত কিছু সমস‌্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পেটের সমস‌্যার জন‌্য গুরুপাক-খাদ‌্য বর্জন করুন।

কুম্ভ

aquariusকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। ব‌্যবসায় প্রত‌্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা তবে ধৈর্য‌ হারাবেন না। সপ্তাহের মধ‌্যাহ্নে এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। অত‌্যধিক লোভ সম্বরণ করুন না হলে আগামিদিনে সমস‌্যায় পড়তে পারেন।

মীন

pisces

পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ। এই সময় খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাগজ-পত্র সাবধানে রাখুন। বিনোদন-জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। গৃহে নতুন অতিথি আসার সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement