Advertisement
Advertisement

২১-২৭ মে’র Horoscope: এই রাশির জাতকদের স্বাস্থ্যহানি হতে পারে, কী রয়েছে আপনার ভাগ্যে?

রইল সাপ্তাহিক রাশিফল।

Here are your weekly horoscope from 21st to 27th May, 2023 । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 21, 2023 10:06 am
  • Updated:May 21, 2023 10:06 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। এই সময় বিভিন্ন সূত্র থেকে অর্থাগম হতে পারে। কর্মরত সন্তান ও তাদের পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। ভাই-বোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন্যের জেরে বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে অবশ‌্যই নজর দেবেন।

Advertisement

বৃষ

taurusপরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ব‌্যক্তিরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। ছোট ব‌্যবসায়ীরা ব‌্যবসার শ্রীবৃদ্ধির জন‌্য তাঁদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর দিন।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে নিজের কাজ ফেলে রাখবেন না। এই সময় দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ব‌্যবসায় উদাসীনতার জন‌্য ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। জীবনে অর্থের প্রয়োজন থাকলেও অন্যের প্ররোচনায় অন‌্যায় উপায়ে রোজগারের চেষ্টা করবেন না। সন্তানের খেলাধুলায় পারদর্শিতার জন‌্য নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

কর্কট

cancerচাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। কতিপয় জাতক-জাতিকার বিদেশ ভ্রমণের সুযোগ এলেও ভ্রমণের পূর্বে স্বাস্থ‌্য পরীক্ষা করে নেবেন। সন্তানের প্রেমঘটিত সমস‌্যার জন‌্য পারিবারিক জীবনে কিছু সমস‌্যা থাকবে।

সিংহ

leoব‌্যবসায় বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভাল করে চিন্তাভাবনা করে নেবেন। হস্তশিল্পীরা তাঁদের শিল্পীসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন এবং বিদেশ থেকে কাজের বরাত আসতে পারে। নববিবাহিতদের ব‌্যক্তিগত জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। সপ্তাহের শেষে মানসিক শান্তির জন‌্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

কন্যা

virgoকন‌্যারাশির জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। সামগ্রিকভাবে ভাগ্যের সহায়তায় আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। পরিবারের সদস‌্যদের জন‌্য কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের সুফল পেতে পারেন। ব‌্যবসায় মন্দাভাব কেটে গেলেও ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ের দিকটা চিন্তা করুন। সপ্তাহের মধ‌্যভাগে কোনও ইচ্ছা পূরণ হতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকে সপ্তাহটি শুভ।

তুলা

leoসপ্তাহের প্রারম্ভে কিছু কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। নববিবাহিতদের দাম্পত‌্য সমস‌্যা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত চিন্তাভাবনার জন‌্য স্বাস্থ‌্যহানি হতে পারে। কোনও ছলনাময়ী নারী আপনার সম্মানহানির চেষ্টা করবে। সেদিক থেকে সাবধানে থাকুন। বন্ধুবান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। এতে গন্ডগোলের সৃষ্টি হতে পারে।

বৃশ্চিক

scorpioকর্মক্ষেত্রে আপনার গাফিলতির জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার জন‌্য ভাল সুযোগ আসবে। শেয়ার বাজারে এখনই কোনও বড় লগ্নি করবেন না। প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন। ব‌্যবসায় শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কন‌্যাসন্তানের বিয়ের ব‌্যপারে আলোচনা এই সময় সেরে ফেলুন।

ধনু

saggetariusবাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে। তবে সকলের আবদার সবসময় মেনে নেবেন না। নতুন ব‌্যবসায় এই সময় বিনিয়োগ করা উচিত হবে না। পারিবারিক খরচ কমানোর চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা দরকার। সপ্তাহের মধ‌্যভাগে কর্মপ্রার্থীদের কাজের ভাল খবর আসতে পারে। শারীরিক সমস‌্যার জন‌্য কাজের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষের দিকে ব‌্যবসায় মন্দাভাব কেটে যাবে।

মকর

capricornকর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ অাসবে। তবে নিজের উদাসীনতার জন‌্য সেই সুযোগ হাতছাড়া করবেন না। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা-ভাবনা করবেন না। স্ত্রীর ভাগে‌্য শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে অাসতে পারে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল অাশাব‌্যঞ্জক হবে।

কুম্ভ

aquariusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী উপায়ে আয়ের পথ খুলবে। ব‌্যয়ের চাপ থাকলেও সঞ্চয় ভালই হবে। সব কাজে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আঘাত লাগার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সপ্তাহের শেষে সহকর্মীরা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে।

মীন

piscesকর্মস্থলে বদলির সম্ভাবনা। তবে পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। সপ্তাহের মধ‌্যভাগে কোনও সুখবর আসতে পারে। সপ্তাহের শেষে পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। শেয়ার বা লটারিতে এখন বড় বিনিয়োগ না করাই শ্রেয়।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement