গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
এই সপ্তাহে কোনও বড় লগ্নি করবেন না। ব্যবসায়ীরা নিজের লক্ষ্যে স্থির থাকুন। কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যায় পড়তে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় বাধাবিঘ্ন এই সময় কেটে যাবে। সপ্তাহের মধ্যভাগে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। অন্যকে খুশি করতে গিয়ে অর্থ নষ্ট করবেন না। সংগীতশিল্পী, নৃত্যশিল্পীদের জন্য সময়টি শুভ। এই সময় তাদের কাজের পরিধি ও সুনাম বৃদ্ধি।
কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির জন্য অন্য শহরে বদলি হতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের আশা লক্ষ্য করা যায়। এই সময় তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। মা বা মাতৃস্থানীয়া কারও অসুস্থতার জন্য অর্থব্যয় হতে পারে।
সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। সহকর্মীদের প্ররোচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীদের এই সময় পাওনা অর্থ ফিরে পাওয়ার আশা কম। অযাচিতভাবে কাউকে সাহায্য করার চেষ্টা করবেন না। সে আপনার সাহায্য নিলেও ফাঁসিয়ে দিতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন।
কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করলেও সেই অনুপাতে আর্থিক বৃদ্ধি নাও হতে পারে। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা এই সময় কর্মস্থল পরিবর্তনের চেষ্টা করবেন। ব্যবসায় অত্যধিক ব্যয়াধিক্যের ফলে লোকসানের বহর বাড়তে পারে। বিদ্যার্থীদের বিদ্যাভাসে মাঝে মাঝে মনোসংযোগের অভাব ঘটলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবে। কতিপয় বন্ধু আপনার অনিষ্ট করার চেষ্টা করতে পারে।
এই সপ্তাহে অর্থ উপার্জন ভালই হবে। সঞ্চয়ের যোগও লক্ষ করা যায়। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকবেন তবে বড় কোনও অঘটনের সম্ভাবনা নেই। বিবাহে ইচ্ছুক জাতক-জাতিকার এই সপ্তাহে বিবাহে অগ্রসর না হওয়াই ভাল। ব্যবসায় সাময়িক মন্দাভাব থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা। সন্তানের বিদ্যাচর্চায় সাফল্যের জন্য বিদেশে চাকরির সুযোগ আসবে।
নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। স্ত্রী ও সন্তানের অত্যধিক বিলাসিতা ও অমিতব্যয়িতার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। দ্বিচক্রযানের চালকরা অত্যন্ত সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন।
বৃশ্চিক জাতির জাতক-জাতিকারা সন্তানের প্রতি সচেতন হোন। কর্মস্থলে আপনার কাজের চাপ থাকলেও পরিবার ও সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের উদাসীনতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বাস ও ট্রেনে যাতায়াত করার সময় সাবধানে থাকুন।
এই সপ্তাহটিতে আর্থিক কষ্ট অনেকটা মিটে যেতে পারে। বহুমুখী উপায়ে অর্থ রোজগারের সুযোগ পাবেন। বহুদিন ধরে চলা স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য মিটে যেতে পারে। বন্ধুবান্ধবের কাছে বড়লোকিয়ানা দেখাতে গিয়ে ধারদেনায় জড়িয়ে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা পেটের গোলমাল ও কোমরের মতো সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।
সপ্তাহের শুরুতেই কোনও সুখবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় মিটে যাবে। পরিবারে আনন্দ অনুষ্ঠানের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। তাই আগে থেকে আয়ব্যয়ের ভারসাম্য রাখুন। পাহাড়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.