Advertisement
Advertisement
Here are your weekly horoscope from 15th to 21 January

১৫-২১ জানুয়ারির Horoscope: কর্মক্ষেত্রে সাবধান থাকুন এই রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন চলতি সপ্তাহের রাশিফল।

Here are your weekly horoscope from 15th to 21 January, 2022 । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 15, 2023 9:14 am
  • Updated:January 15, 2023 9:14 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পরিশ্রমিক পাবেন না। হস্তশিল্পীরা তাঁদের শিল্পীসত্ত্বার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। তাঁদের অর্থনৈতিক উন্নতি সম্ভব। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভাল ফল পাওয়ার জন‌্য মনোযোগী হওয়া প্রয়োজন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা।

Advertisement

বৃষ

taurusএই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। অত‌্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। বয়স্ক বাবা-মার দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। কন‌্যাসন্তানের বিয়ের কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। সপ্তাহের শেষান্তে কর্মপ্রার্থীরা নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন।

মিথুন

jeminiসপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভাল হবে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফলতা পাবে না। অংশীদারি ব‌্যবসায় ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অংশীদারের সঙ্গে খোলা মনে আলোচনা করুন। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সন্তানদের অন‌্যায় আবদার মেনে নেবেন না।

কর্কট

cancerএই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ভাগ‌্য সহায় থাকবে। এই সময় তাঁরা বহুমুখী উপায়ে অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। নতুন বাড়ি-গাড়ি ক্রয়ের শুভ যোগ রয়েছে। সন্তানের কর্মপ্রাপ্তির খবরে সকলে আনন্দে থাকবেন। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অন্যের প্ররোচনায় প্রেমের জটিলতা বাড়তে পারে।

সিংহ

leoসপ্তাহের প্রারম্ভে অত‌্যধিক ব‌্যয়ে নজর দেওয়া দরকার। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ন‌্যায‌্যমূল্যের দোকানে ফসল বিক্রি করার চেষ্টা করুন। অযাচিতভাবে কাউকে উপকার করতে যাবেন না। গৃহশান্তির জন‌্য বাড়িতে শান্তি সংস্থানের ব‌্যবস্থা করুন। এই সময় কোনও ইচ্ছাপূরণ হতে পারে।

কন্যা

virgoসপ্তাহের শুরুতে আর্থিক লাভ ও আয় বৃদ্ধির সম্ভাবনা। ব‌্যবসায় প্রতিযোগিতা থাকলেও শ্রীবৃদ্ধি ঘটবে। সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। জাতক-জাতিকার শর্করা বৃদ্ধি ও রক্তচাপ সাময়িক অসুবিধায় ফেলতে পারে। সন্তানের খেলাধূলার কৃতিত্বের জন‌্য গর্বিত হওয়ার যোগ। সপ্তাহের শেষান্তে পরিবারে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।

তুলা

leoচাকরিস্থানে আরও ভাল খবর আশা করতে পারেন। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। অবিবাহিতরা প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রিয়জনের স্বাস্থ‌্য নিয়ে চিন্তা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এই সময় এড়িয়ে চলুন। সন্তান পড়াশোনায় অমনোযোগী হলেও পরীক্ষার ফল ভালই হবে। সপ্তাহের শেষান্তে এমন কোনও কাজের সুযোগ আসবে যাতে আপনার নাম ও যশ বৃদ্ধি পায়।

বৃশ্চিক

scorpioএই সপ্তাহটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই সময় জীবনে বড় পরিবর্তন আশা করতে পারেন। ছোট ব‌্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। স্ত্রীর ব‌্যবহারের জন‌্য পরিবারে অশান্তি। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধান থাকুন। সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য আপনার মুখ উজ্জ্বল করবে। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন।

ধনু

saggetariusগৃহে সুখশান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। এতে আপনার উন্নতি আটকে যেতে পারে। পরিবারে ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়।

মকর

capricornপারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে তা নিজের আয়ত্তে আনতে পারবেন। পিতা-মাতার স্বাস্থ্যের ব‌্যাপারে সতর্ক থাকুন। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ অবশ‌্যই নেবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের সাফল্যের জন‌্য সমাজে সম্মানিত হবেন।

কুম্ভ

aquariusচাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। ব‌্যবসায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। স্বার্থান্বেষী লোকজনদের কাছ থেকে সতর্ক থাকুন। পিতামাতার শরীর খুব একটা ভাল যাবে না। এই সময় মরশুমের রোগ থেকে সাবধানে থাকুন। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষান্তে ছোটখাট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

মীন

piscesসপ্তাহের প্রথম দিকটা খুব সাবধানে চলার চেষ্টা করুন। এই সময় কোনও দুঃসংবাদে মন বিচলিত থাকতে পারে। পৈতৃক বিষয়সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধের সম্ভাবনা। বন্ধুর সহায়তায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। অনৈতিক কাজকর্মে নিজেকে জড়াবেন না। সপ্তাহের মধ‌্যভাগে মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement