Advertisement
Advertisement

Breaking News

weekly horoscope

১১-১৭ সেপ্টেম্বরের Horoscope: আর্থিকভাবে লাভবান হতে পারেন এই রাশির জাতকরা, সপ্তাহটি কেমন যাবে আপনার?

গোপন শত্রুর থেকে সাবধান এই রাশির জাতকরা।

Here are your weekly horoscope 11th to 17th September, 2022 । Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 11, 2022 11:09 am
  • Updated:September 11, 2022 11:09 am  

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

মেষ

aries1খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন। কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। ভাইবোনদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। অযাচিতভাবে কাউকে সাহায‌্য করতে যাবেন না। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। নিজের অসাবধানতায় মূল‌্যবান সামগ্রী চুরি অথবা হারিয়ে যেতে পারে।

Advertisement

বৃষ

taurus সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন। সমস্ত অর্থ ব‌্যয় করে দেবেন না। ভাই-বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ। ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন যোগাযোগ হতে পারে। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে। পাবলিক যানবাহনের চালকদের গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার।

মিথুন

jemini

আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ‌্যই পরামর্শ করুন। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবেন। জমি-জমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন‌্য সুনাম-বৃদ্ধি ঘটবে।

কর্কট

cancerব‌্যবসায় উদাসীনতার জন‌্য অবনতি দেখা দিতে পারে। সপ্তাহের প্রথমদিকে গুরুজনদের ব‌্যবহারে মানসিক অশান্তি। প্রেমের ব‌্যাপারে জটিলতা বাড়তে পারে। তবে সম্পর্ক ভেঙে দেবেন না। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের নামী সংস্থায় চাকরির সুযোগ অাসবে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। বন্ধুকে বিপদে অর্থসাহায‌্য করলেও আপনার টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি।

সিংহ

leo

গুরুজনের হঠাৎ অসুস্থতার জন‌্য উদ্বেগ বৃদ্ধি। সন্তানের উদ্ধত আচরণের জন‌্য পরিবারে অশান্তি। সম্পত্তি রক্ষণবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় বড় ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। অতিরিক্ত বিলাসিতার জন‌্য সন্তানের ভবিষ‌্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। বয়স্করা সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে।

কন্যা

virgo

 সংসারে সুখ-শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন‌্যায় আবদার মেনে নেবেন না। সন্তানের কাজের জায়গায় অশান্তির জন‌্য মন চঞ্চল থাকতে পারে। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ‌ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। সপ্তাহের শেষে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। বন্ধু বা পাড়া প্রতিবেশীর পরামর্শে অন‌্যায় কাজকে সমর্থন করবেন না।

তুলা

leo

এই সপ্তাহটি খরচবহুল সপ্তাহ। সন্তানের কর্মসূত্রে বিদেশে যাওয়ার জন‌্য মন ভারাক্রান্ত থাকতে পারে। এই সময় আর্থিক সমস‌্যার সমাধান সম্ভব। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। ব‌্যবসায়ীদের বকেয়া টাকা হাতে আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা পথে-ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে।

বৃশ্চিক

scorpio

 বিগত সপ্তাহগুলির ন‌্যায় এই সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। অংশীদারী ব‌্যবসায় এখনই মোটা বিনিয়োগ করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন।

ধনু

saggetariusসপ্তাহের অদ‌্যভাগে আপনার ভাগ‌্য সুপ্রসন্ন থাকবে। বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন‌্য শস‌্যহানির অাশঙ্কা থাকবে। ব‌্যবসাক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বয়স্করা কিডনি ও মূত্রজনিত রোগে কষ্ট পেতে পারেন।

মকর

capricorn

সপ্তাহের প্রারম্ভে বিদ‌্যার্থীদের সময় শুভ। এই সময় নতুন যানবাহন কেনার যোগ দেখা যায়। চাকরিজীবীদের পদোন্নতির ও অার্থিক উন্নতির যোগ প্রবল। পরিবারে অানন্দ-অনুষ্ঠান থাকলেও কতিপয় অাত্মীয়ের কারসাজিতে অশান্তি দেখা দিতে পারে। কর্মসূত্রে বাইরে থাকলেও বৃদ্ধ পিতা-মাতার দায়িত্ব নিতে হবে। সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না।

কুম্ভ

aquariusসপ্তাহের আদ‌্যভাগে শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সড়কপথে ভ্রমণে বাধা। অাপনার ব‌্যক্তিগত ও পারিবারিক জীবনে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। সন্তানের উচ্চশিক্ষায় সাফলে‌্যর ফলে সরকারি চাকরিতে সুযোগ আসবে।

মীন

pisces

কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। এই সময় পুরনো মামলার রায় অাপনার অনুকূলে আসতে পারে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য লেখাপড়ায় বাধা। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। এ সপ্তাহের শেষান্তে সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement