Advertisement
Advertisement
Astrology

সপ্তাহটা ভাল কাটাতে কর্মক্ষেত্রে সজাগ থাকুন, জেনে নিন কী রয়েছে ভাগ্যে

রইল এই সপ্তাহের রাশিফল।

Astrology: Know what is there in your fate this week
Published by: Sulaya Singha
  • Posted:April 14, 2019 10:08 am
  • Updated:April 14, 2019 10:09 am  

অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে সামান্য জটিলতা থাকলেও তা দ্রুত কেটে যাবে। আর্থিক দিক চলনসই। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement
 
মেষ
aries1

কর্মক্ষেত্রের কোনও সমস্যা আপনাকে মানসিক চাপে রাখতে পারে। শারীরিক দিক শুভ তবে চলাফেরায় সতর্ক থাকুন। বহুদিনের বকেয়া পাওনা হাতে আসতে পারে। সম্পত্তি নিয়ে যে বিপদগুলি চলছিল তা সমাধানের পথে আসতে পারে, ব্যবসায়ীদের কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেবার পরিকল্পনা সফল হবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে ও স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি।

 
বৃষ
taurus

যৌথ ব্যবসায়ে উন্নতি ও নতুন বিনিয়োগের পরিকল্পনার বাস্তবায়ন, চাকরিজীবীদের ব্যস্ততার বৃদ্ধি ও বহুভ্রমণ যোগ দেখা যায়। পিতৃস্থানীয় কারও অসুস্থতা আপনাকে উদ্বিগ্ন করবে। আর্থিক দিক শুভ তবে বিলাসবাসনে বহুব্যয়ের কারণে সঞ্চয় যোগ কম দেখা যায়। শারীরিক দিকে খেয়াল রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন।

 
মিথুন

jemini

পিতার পরামর্শে কর্মক্ষেত্রের কোনও সমস্যার সমাধান। অতিরিক্ত উচ্চাভিলাষ ক্ষতি করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল তবে সন্তানের চলাফেরার পরিবর্তনের কারণে চিন্তিত থাকবেন। দূরের কোনও আত্মীয়ের দ্বারা লাভবান হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য়ের আশা করা যায়। অসতর্কতার কারণে কোনও দামি দ্রব্য খোয়া যেতে পারে। আর্থিক দিক চলনসই।

 

কর্কট

cancer

কর্মক্ষেত্রে নিজের পারদর্শিতার কারণে প্রশংসিত হবেন ও আর্থিক দিক থেকে উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ ভাল ফল দিতে পারে। আর্থিক দিক শুভ তবে অজানা কোনও ব্যক্তির প্ররোচনায় ক্ষতির আশঙ্কা। ভ্রাতার অথবা ভ্রাতৃস্থানীয় কারও উন্নতি আপনাকে খুশি করবে, কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগে মানসিক আনন্দ।

সিংহ

leo

পারিবারিক পরিবেশ কোনও সদস্য়ের কারণে সামান্য অশান্ত হবার আশঙ্কা। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে, দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কে আরও বেশি নজরদানের প্রয়োজন, পেশাদারদের জন্য়ে সপ্তাহটি বেশ শুভ হতে পারে।

 
 
কন্যা

virgo

কর্মক্ষেত্রে সামান্য জটিলতা থাকলেও তা দ্রুত কেটে যাবে। আর্থিক কোনও লেনদেনের ব্যাপারে সতর্কভাবে এগনোই ভাল নতুন কোনও ব্যবসায়িক উদ্য়োগ সফল হতে পারে। বহুদিনের পড়ে থাকা কোনও কাজের সমাধান আপনাকে আনন্দিত করবে, সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় সাফল্য়ের কারণে পারিবারিক গর্ব ও আনন্দ, দেবদ্বিজে ভক্তি বৃদ্ধির যোগ।

 
তুলা

libra

পারিপার্শ্বিক পরিস্থিতির আচমকা পরিবর্তন আপনাকে মানসিক চাপে রাখতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা। পারিবারিক পরিবেশ অনুকূল তবে পিতার বার্ধ্যক্যজনিত কারণে স্বাস্থ্য়ের অবনতি আপনাকে মানসিক দিক থেকে উদ্বিগ্ন রাখবে। প্রিয়জনের বিশেষ কোনও খবর আপনাকে আনন্দ দেবে। এ সপ্তাহে বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভাল।

 
বৃশ্চিক

scorpio

তুন কোনও ব্যবসায়িক পরিকল্পনার সফল রূপায়ণ আপনাকে আনন্দিত করবে, মামলা মোকদ্দমায় ফলাফলের শুভ ইঙ্গিত পেতে পারেন। এ সপ্তাহে কাউকে আর্থিক প্রতিশ্রুতি না দেওয়াই ভাল। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বহুব্যয়ের সম্ভাবনা। প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দ দেবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজনে আত্মীয় সমাগমে আনন্দ।

 
ধনু

saggetarius

শারীরিক দিকে যত্নবান হওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রম ও ভ্রমণের কারণে শারীরিক ক্লেশ অসম্ভব নয়। ব্যবসায়িক দিক থেকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে। প্রিয়জনের সাফল্য আপনাকে আনন্দিত ও গর্বিত করবে। বহুজনের মাঝে নিজের বক্তব্য়ের দ্বারা প্রশংসিত হতে পারেন। বহুব্যয়ের কারণে সঞ্চয়ে হাত পড়তে পারে। বিদ্যার্থীদের জন্য়ে সপ্তাহটি শুভ।

 
 
মকর

capricorn

কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। স্বজনদের কারও জন্য়ে উদ্বেগ বৃদ্ধি পাবে। শারীরিক দিক থেকে রক্তচাপের হেরফেরে ক্লেশভাগের যোগ। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে, স্ত্রীর বৈষয়িক উন্নতি ও স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হতে পারেন, সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারে। কোনও আত্মীয়ের মন্দ ব্যবহার আপনাকে ব্যথিত করবে।

 
কুম্ভ

aquarius

শারীরিক অসুস্থতা থেকে মুক্তিলাভ, পেশাদারদের নতুন নতুন যোগাযোগ ভাল ফল দিতে পারে। কর্মব্যস্ততার কারণে পারিবারিক দিকে সময় ততখানি দিতে পারবেন না, প্রেমজ ব্যাপারে জটিলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের অমনোযোগী মনোভাব আপনার দুশ্চিন্তার কারণ হবে। শেয়ার অথবা ফাটকা ব্যবসায়ে লাভের যোগ। নিজস্ব ভ্রমণের পরিকল্পনা সফল হবে।

 
মীন

pisces

সপ্তাহটিতে ভাল ও মন্দ উভয়ের প্রভাব থাকতে পারে। নিকটজনের শুভ খবরে আনন্দিত হবেন। পারিবারিক পরিবেশ শুভ তবে মাতার শারীরিক অবস্থার অবনতি আপনাকে উদ্বিগ্ন করবে। কারিগরি কুশলতার বৃদ্ধি ও রোজগারের একাধিক সুযোগ পেতে পারেন। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ অসম্ভব নয়। অতিরিক্ত বিলাসিতা বর্জনীয়।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement