সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিটলারের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন। কিন্তু পুতিনের (Vladimir Putin) হাত থেকে বাঁচতে পারলেন না। ইউক্রেনের (Ukraine) খারকভ শহরের বাসিন্দা এক ৯৬ বছরের বৃদ্ধের মৃত্যুর পরে এভাবেই রাশিয়াকে কাঠগড়ায় তুলল জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বরিস রোমানচেঙ্কো নামের ওই বৃদ্ধ চার-চারটি কনসেনট্রেশন ক্যাম্পে থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রুশ গোলায় মৃত্যু হল তাঁর।
উত্তরপূর্ব ইউক্রেনে জন্ম রোমানচেঙ্কোর। ১৯৪২ সালে তাঁকে জার্মানির ডর্টমুন্ডে বন্দি করে নিয়ে আসা হয়। এরপর একে একে চারটি কনসেনট্রেশন ক্যাম্পে থাকতে হয়েছিল তাঁকে। কাছ থেকে মৃত্যুকে দেখলেও শেষ পর্যন্ত পরিত্রাণ পান ৯৬ বছরের ওই বৃদ্ধ। পরবর্তী সময়ে তিনি নাৎসি অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবীর কাছে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। শান্তির সপক্ষে প্রচারকার্যেও অংশ নিয়েছিলেন। অবশেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই ইহুদি বৃদ্ধের জীবন কেড়ে নিল।
ইউক্রেনের শহর খারকভে ৩ সপ্তাহ ধরে লাগাতার বোমাবর্ষণ করে চলেছে রাশিয়া। এইভাবেই গত শুক্রবার আচমকা রোমানচেঙ্কো যে বহুতলে বাস করতেন সেখানে আছড়ে পড়ে গোলা। তাতেই মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুর কথা উল্লেখ করে জেলেনস্কি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মস্কোর প্রতি। এপ্রসঙ্গে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, হিটলার না পারলেও পুতিন সফল হলেন ওই ইহুদির প্রাণ নিতে। টুইটে তিনি খোঁচা মেরে লেখেন, ”ইতিহাসের পুনরাবৃত্তি।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিতি যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.