Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

Russia-Ukraine Conflict: রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে, তেজস্ক্রিয়তার আশঙ্কায় কাঁপছে ইউক্রেন

অবিলম্বে ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আরজি বিশ্বের।

Zaporizhzhia nuclear power plant in Ukraine was on fire after Russian attack। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 4, 2022 9:41 am
  • Updated:March 4, 2022 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে নবম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict)। এখনও শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়নি। ইতিমধ্যেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর মধ্যেই অশনি সংকেত জাপরজাই পরমাণু কেন্দ্রে (Nuclear power plant)। পারমাণবিক হামলা এখনও চালায়নি মস্কো। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। যাকে ঘিরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবারই জানা যায়, রুশ ফৌজের দখলে চলে গিয়েছে জাপরজাই পরমাণু কেন্দ্র। ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-কে (IAEA) রাশিয়া (Russia) জানিয়ে দেয় যে তাদের সেনা ইউক্রেনের জাপরজাই পরমাণু কেন্দ্রের আশপাশের সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পরে জানা গিয়েছে, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় আগুন ধরে গিয়েছে কেন্দ্রের একাংশে। হামলায় বেশ কয়েকজন জখম হয়েছে। সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, এই আতঙ্ক ক্রমেই বাড়ছে।

Advertisement

[আরও পড়ুন: মুছে দেওয়া হল আমেরিকা, ব্রিটেনের পতাকা! রুশ রকেটে জ্বলজ্বল করছে শুধু তেরঙ্গা]

যত দ্রুত সম্ভব ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আরজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। একই আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। পাশাপাশি তিনি এই বিষয়ে দ্রুত রাষ্ট্রসংঘে বৈঠকের দাবিও জানিয়েছেন। যদিও ওই পরমাণু কেন্দ্রের কর্তার দাবি, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবুও আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ইউক্রেনবাসী। অস্বস্তিতে সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী মানুষ।

বলে রাখা ভাল, ইউক্রেনে ১৫টি পরমাণু কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটি রয়েছে জাপরজাইয়ে। সেই কেন্দ্রের আশপাশে যুদ্ধ চলায় রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। নিউক্লিয়ার প্লান্টে কোনও ধরনের বোমা হামলা হলে বা কর্মীরা তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখতে পারলে যে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ইউক্রেন-সহ গোটা ইউরোপ, সেকথা তখনই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চেরনোবিল আণবিক কেন্দ্রের দখল ইতিমধ্যেই নিয়েছে রুশ ফৌজ। সব মিলিয়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: দেশে ফেরার পথেই বিপত্তি, ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া, বাড়ছে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement