ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ বছর আগে ২৬/১১ তারিখে মুম্বইয়ে জঙ্গি হামলার ভয়াবহতা দেখেছিল বিশ্ব। এমনই দিনে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভয়াবহ হামলার অন্যতম মাস্টারমাইন্ড জাকি-উর-রেহমান লাখভি পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ (আইআইইউআই)-এর সঙ্গে যুক্ত গবেষক ড. জায়েদ হ্যারিসের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে এক ফিটনেস সংক্রান্ত অনুষ্ঠানে। ছবিটি প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হতেই তা সরিয়ে নেওয়া হয় সোশাল মিডিয়া থেকে।
রাষ্ট্রসংঘের তরফে লখভিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে আগেই। জানা গিয়েছিল, পাকিস্তানের আশ্রয়ে রয়েছে মুম্বই হামলার অন্যতম এই মাস্টারমাইন্ড। আসলে পাক বংশোদ্ভূত ডেভিড হেডলিকে গ্রেপ্তার করেছিল এফবিআই। তাকে জেরা করতেই উঠে আসে লখভির নাম। লস্কর ই তইবার প্রধান কমান্ডার ছিল এই জাকিউর রহমান লখভি। এই দুজনের ষড়যন্ত্রেই হামলা চলে মুম্বইয়ে। যে হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মী-সহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এবার ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে ড. জায়েদ হ্যারিসের পাশাপাশি পাকিস্তানের অধ্যাপক মহম্মদ সৈয়দের সঙ্গেও দেখা গিয়েছে লখভিকে। দুজনেই যোগ দিয়েছিলেন ওই ফিটনেস প্রশিক্ষণ অনুষ্ঠানে। ইন্ডিয়া টুডের ইনভেস্টিগেশন টিম তিনটি মুখাবয়ব মিলিয়েছে। তাতেই দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি আসলে লখভিই।
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিও প্রসঙ্গে সৈয়দ বলেন, যারা ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁদের পরিচয় তিনি জানতেন না। এবং আরও দাবি করা হয়, ভিডিওটি নাকি কোভিডের সময়কালের। তবে এই দাবি যে মিথ্যা তা প্রমাণ হয়ে যায় সৈয়দের মন্তব্যেই। ভিডিওতে সৈয়দকে বলতে শোনা যায়, ৬৩ বছর বয়সি কাউকে আমি টানা এতক্ষণ ব্যায়াম করতে দেখিনি। এদিকে নথি বলছে লখভির জন্ম ১৯৬০ সালের ডিসেম্বরে। ২০২৪ সালে তার বয়স হওয়ার কথা ৬৩ বছর। ফলে অনুমান করাই যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.