Advertisement
Advertisement
China

চাপ কাটাতে হাতিয়ার আবেগ, পার্টি কংগ্রেসের শুরুতেই জিনপিংয়ের মুখে হংকং দখলের দাবি!

তাইওয়ান ইস্যুতেও মুখ খুললেন শি।

Xi Jinping asserts on Taiwan, Hong Kong in Party Congress opening address | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 16, 2022 9:58 am
  • Updated:October 16, 2022 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্টি কংগ্রেসের শুরুর আগে থেকেই বেজায় চাপে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। সেই চাপ কাটাতে ফের তাইওয়ান ও হংকং কার্ড খেললেন শি। রবিবার পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে তাঁর সদর্প দাবি, “হংকংয়ের পরিস্থিতি উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে চিন (China)। তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও তৃতীয় শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।” পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে চিনের সর্বোচ্চ পদাধিকারীর হংকং ও তাইওয়ান নিয়ে এধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

রবিবার থেকে চিনের ২০তম পার্টি কংগ্রেস শুরু হয়েছে। ১০ বছর ধরে চিনের কমিউনিস্ট পার্টি ও দেশের সর্বোচ্চ পদে রয়েছেন শি জিনপিং। সাধারণত নির্দিষ্ট মেয়াদ ফুরোলে দলের প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়াই নিয়ম। কিন্তু তিন দশকের সেই নিয়ম ভেঙে ফের দল ও দেশের সর্বোচ্চ পদে ফিরতে চলেছেন জিনপিং। তবে তার আগে বেজায় চাপের মুখে পড়তে হয়েছে তাঁকে। দেশজুড়ে শি বিরোধী ব্যানারে ছেয়ে গিয়েছে। পথে নেমে বিরোধিতা করেছেন জনতা। এমন পরিস্থিতিতে হংকং ও তাইওয়ান কার্ড খেলে জনসমর্থন আদায়ের চেষ্টা করে রাখলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’, চলবে টানা একমাস]

বেজিংয়ের গ্রেট হলে দলীয় প্রতিনিধিদের সামনে জিনপিং দাবি করেন, “হট্টগোলের রাজনীতি থেকে সুশাসনের পথে ফিরেছে হংকং। তবে একইসঙ্গে তিনি দাবি করেছেন, “স্বশাসিত তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদ ও বিদেশিশক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই চলছে।” দেশে দুর্নীাতিবিরোধী লড়াই নিয়েও মুখ খুলেছেন তিনি। চিনা প্রেসিডেন্টের দাবি, দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। যা মানুষ ও দেশের সেনাবাহিনীকে বিপদমুক্ত করেছে।”

রাষ্ট্রপ্রধান হিসেবে পুনর্নিবাচনের আগে যে জিনপিং চাপে রয়েছেন তা পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বেজিংয়ের রাজপথে দেখা গিয়েছে ‘বিশ্বাসঘাতক একনায়ক’ লেখা ব্যানার। সেই চাপ কাটাতেই তাইওয়ান-হংকং ইস্যুকে তিনি হাতিয়ার করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: অর্ধেক বুথে তৈরি হয়নি কমিটি! পঞ্চায়েত প্রস্তুতি বৈঠকের আগে চাপে বঙ্গ বিজেপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement