Advertisement
Advertisement

Breaking News

ইতালির উপকূলে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ডুবোজাহাজের

১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷

WWII submarine which vanished 73 years ago found off the coast of Italy.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 9:06 pm
  • Updated:May 27, 2016 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷ কিন্তু লক্ষ্যের অনেক আগেই থেমে যেতে হয় ডুবোজাহাজকে৷ যাত্রা শুরুর দিন দুইয়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি৷ ৩১ ডিসেম্বর পর আর কোন খোঁজ পাওয়া যায়নি ডুবোজাহাজটির৷

submarine2

Advertisement

সমুদ্রের নিচে থাকা ধ্বংসাবশেষ

খোঁজ মিলল একেবারে ৭৩ বছর পর৷ তবে আস্ত ডুবোজাহাজ নয়, খোঁজ মিলল জাহাজটির ধ্বংসাবশেষের তাও আবার ৭১ জন আরোহী সমেত৷ মাসিমো ডমেনিকো বোর্দোনের নেতৃত্বে একদল ডাইভার খোঁজ পায় ধ্বংসাবশেষের৷ সারদিনিয়া দ্বীপের উত্তর-পশ্চিমে একটি ছোট্ট দ্বীপ টাভোলোরা৷ এই দ্বীপের কাছে একশো মিটার গভীরে পাওয়া যায় ডুবোজাহাজের ধ্বংসাবশেষ৷ ব্রিটিশ নৌবাহিনীর মতে, ওলবিয়া উপসাগরে সমুদ্রের গভীরে পোতা মাইনের আঘাতে ধ্বংস হযে যায় ডুবোডাহাজটি৷ অক্সিজেনের অভাবে মৃত্যু হয় জাহাজে থাকা সব আরোহীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement