Advertisement
Advertisement
Kamala Harris

ভারতীয় বংশোদ্ভূত ‘গিরগিটি’ কমলা হ্যারিস! ছুড়ে ফেলে দেওয়ার হুমকি WWE কিংবদন্তির

ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসাবেই পরিচিত এই মার্কিন WWE তারকা।

WWE star made controversial remark about Kamala Harris

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2024 6:14 pm
  • Updated:August 21, 2024 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলা হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত পরিচয়কে কটাক্ষ করে ‘গিরগিটি’ বলে আক্রমণ শানালেন WWE কুস্তিগির। এখানেই শেষ নয়। কুস্তির প্যাঁচের মতো করে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ছুড়ে ফেলে দেওয়ারও নিদান দিলেন তিনি। সবমিলিয়ে মার্কিন মুলুকে প্রবল বিতর্কের মুখে পড়েছেন কিংবদন্তি কুস্তিগির। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসাবেই পরিচিত এই মার্কিন WWE তারকা।

WWE দুনিয়ায় কিংবদন্তি হাল্ক হোগান। তাঁর নিজস্ব একটি বিয়ার ব্র্যান্ড রয়েছে। গত সোমবার নিজের সংস্থার নতুন একটি বিয়ারের প্রচার করতে একটি বারে গিয়েছিলেন কিংবদন্তি কুস্তিগির। ওহিয়োর ওই বারেই কমলা হ্যারিসকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন হাল্ক। কুস্তির পরিচিত প্যাঁচ ‘বডি স্ল্যাম’ নিয়ে কথা বলেন তিনি। উল্লেখ্য, বডি স্ল্যাম প্যাঁচে প্রতিপক্ষকে ম্যাট থেকে তুলে নিয়ে বাইরে ছুড়ে ফেলেন প্রতিযোগী।

Advertisement

[আরও পড়ুন: ৪৫ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে মোদি, বিমানবন্দরে রাজকীয় অভ্যার্থনা

কমলা হ্যারিসকেও একইভাবে ছুড়ে ফেলার নিদান দিলেন হাল্ক। বিয়ারের প্রচার অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “তোমরা কি চাও আমি কাউকে বডি স্ল্যাম করি? আমি কমলা হ্যারিসকে বডি স্ল্যাম করব? উনি তো ভারতীয়। কমলা কি গিরগিটি?” বিয়ারের প্রচার অনুষ্ঠানে দিনকয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প এবং জেডি ভ্যান্সের সমর্থনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হাল্ক। সেখানে নিজের জামা ছিড়ে ফেলে ট্রাম্পের নাম লেখা অন্তর্বাস দেখিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

তবে কমলার বিরুদ্ধে এমন মন্তব্য করেও অনুতপ্ত নন WWE কুস্তিগির। তাঁর মতে, এই কথায় বিতর্ক হবে সেটা জানা আছে। কিন্তু তিনি নিজে এই কথা মোটেই বলেননি। তাঁর মুখ দিয়ে কথা বলেছে বিয়ার। যদিও এমন আজব সাফাইয়ে থামছে না বিতর্ক।

[আরও পড়ুন: ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে ড্রোন, রাশিয়ার ‘হৃদয়ে’ হামলা ইউক্রেনের! নিশানায় পুতিনের বাসভবন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement