Advertisement
Advertisement
Joe Biden

‘বড় ভুল হবে’, গাজা হামলার ছক নিয়ে ইজরায়েলের ‘বিরোধিতা’ বাইডেনের!

এই প্রথম ইজরায়েল নিয়ে আমেরিকার অন্য সুর।

'Would be a big mistake', Joe Biden cautions Israel over planned attack in Gaza | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 16, 2023 1:53 pm
  • Updated:October 16, 2023 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ হয়ে উঠছে ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধ পরিস্থিতি (Israel-Palestine War)। ইজরায়েলের উপর হামাস বাহিনীর বড়সড় হামলার পর গাজা (Gaza) ভূখণ্ডে পালটা আঘাতের জন্য পুরোদমে তৈরি ইজরায়েলি সেনা। পূর্ণাঙ্গ যুদ্ধে ঝাঁপিয়ে পড়া স্রেফ রাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা। কিন্তু ইজরায়েলের এই হামলার ছক নিয়ে কিছুটা বিরোধী সুরই শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) গলায়। রবিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”বড় ভুল হবে।” সেইসঙ্গে বললেন, “হামাস বাহিনী কট্টরপন্থী, কিন্তু সমস্ত প্যালেস্তিনীয়ের পরিচয় হামাস নয়। তা মনে রাখতে হবে।”

গত ৭ তারিখ থেকে শুরু হওয়ার ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে মৃত্যু হয়েছে হাজার পাঁচেকের। ঘরছাড়া আরও বহু। প্রাণভয়ে সকলেই নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য ছুটছেন। পাশের দেশগুলিতেও আশ্রয় খুঁজছেন বহু। বিশেষত গাজা সীমান্ত ছাড়ছেন সকলে। ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে যুগ যুগ ধরে সংঘর্ষের একমাত্র কারণ এই গাজা ভূখণ্ডের দখলদারি। এবারও ফের তা নিয়েই দুই দেশ জড়িয়েছে যুদ্ধে। হামাসের (Hamas) ক্ষেপণাস্ত্র হামলার প্রত্যাঘাতে পূর্ণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সীমান্তে প্রস্তুত ইজরায়েল সেনাবাহিনী।

Advertisement

[আরও পড়ুন: নিঠারি হত্যাকাণ্ড: কোলি-পান্ধেরকে অব্যাহতি, ফাঁসির সাজা রদ এলাহাবাদ হাই কোর্টে]

এই পরিস্থিতিতে ‘বন্ধু’ ইজরায়েলের পাশেই আমেরিকা। কিন্তু রবিবার মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে সেই সমর্থনের সুর কাটল। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে গাজায় ইজরায়েলের পূর্ণ হামলার ছক নিয়ে বাইডেনের মন্তব্য, ”গাজায় যা ঘটছে, আমার মতে, তা হামাস বাহিনীর কাজ। কিন্তু হামাস গোটা প্যালেস্টাইনের প্রতিনিধিত্ব করে না।” এই প্রথম আমেরিকার তরফে এমন মন্তব্য করা হল। যুদ্ধ শুরু হওয়ার পরই ইজরায়েলে গিয়েছিলেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বাইডেনও কি যাবেন? সফরসূচি নিয়ে আলোচনা চলছে। দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে গাজা হামলা নিয়ে ইজরায়েলের পরিকল্পনায় বাইডেনের বিরোধিতাই হয়ত তাতে কিছুটা ছেদ টানছে।

[আরও পড়ুন: ছুরি মেরে স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, হাড়হিম হত্যাকাণ্ড হরিদেবপুরে!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement