Advertisement
Advertisement

Breaking News

Bernard Arnault

বেকুব ‘ধূর্ত টার্মিনেটর’, একদিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি

কেন এই ধাক্কা?

World's Richest Man Bernard Arnault Loses $11 Billion In A Single Day After Stock Rout | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 24, 2023 1:48 pm
  • Updated:May 24, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার মার্কেটের খেলায় বেকুব বনে গেলেন ‘ধূর্ত টার্মিনেটর’। মাত্র একদিনে মেঘাচ্ছন্ন বাজারে প্রায় ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট।

ধনকুবের ব্যবসায়ী জেফ বেজোস, টেক জায়েন্ট এলন মাস্কদের পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তির আসন দখল করেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিলাসিতার চূড়াম্ত প্রতীক লুই ভিত্তোঁ ব্যাগ বা খ্রিস্টিয়ান ডিওর গাউন তৈরি করা সংস্থা LVMH-এর মালিকানা রয়েছে আর্নল্টের হাতে। বিগত দিনে রীতিমতো ফুলেফেঁপে উঠেছে ‘দ্য টার্মিনেটর’ এবং ‘ধূর্ত’ হিসেবে পরিচিত আর্নল্টের সম্পদ। তবে শেয়ার বাজারের খেলায় এবার বেকুব বলে গিয়েছেন তিনি। মার্কিন অর্থনীতিতে মন্দার জেরে ধাক্কা খেয়েছে তাঁর সংস্থা। আমেরিকার বাজারে বিলাসী পণ্যের চাহিদা কমতে পারে এই আশঙ্কায় মঙ্গলবার প্যারিসে LVMH-এর শেয়ারের মূল্যে ৫ শতাংশ পতন হয়েছে। মাত্র একদিনে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার খুইয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পৃথিবীতে হানা দেবে কোভিডের থেকেও ‘মারাত্মক’ মহামারী! সতর্ক করলেন হু প্রধান]

তবে এহেন ধাক্কা খেয়েও বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) মোটেও গেল গেল রব তুলছেন না। শেয়ার বাজারে রক্তপাত সত্ত্বেও এখনও প্রায় ১৯২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। চলতি অর্থবর্ষেই ২৯.৫ বিলিয়ন ডলার আয় করেছেন। তবে সম্পদের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা এলন মাস্কের সঙ্গে আর্নল্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১১.৪ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, টুইটারের মালিকানা দখল করার পর কর্মী ছাঁটাই করে শোরগোল ফেলে দিয়েছিলেন এলন। বার্নার্ডও সেই পথের পথিক। টেসলা কর্ণধারের মতোই দখলনীতিতে সাম্রাজ্য বিস্তার করেছেন আর্নল্ট। এবং দখল নেওয়ার পর যথেচ্ছ কর্মীছাঁটাই করায় ‘দ্য টার্মিনেটর’ নাম পেয়েছেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ী ম্যারপ্যাঁচের জন্য শিল্পমহলে তাঁকে ‘ধূর্ত’ বলেও ডাকা হয়। উল্লেখ্য, বার্নার্ড জিন ইতিয়েন আর্নল্ট ৫ মার্চ ১৯৪৯ সালে রাউবেইক্সে জন্মগ্রহণ করেন। তার মা মারি-জোসেফ স্যাভিনেল, ইতিয়েন সাভিনেলের মেয়ে ছিলেন।

[আরও পড়ুন: তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই হু হু করে বাড়ছে পাকিস্তানের জনসংখ্যা, প্রকাশ্যে রিপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement