সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি বড় বিচিত্র এ দেশ। বিচিত্র দেশবাসীর চিন্তাভাবনা। দ্রুত বদলে যাওয়া মানসিকতায় শামিল হতে পারেনি ভারত, এমনটাই দেখা যাচ্ছে এক সাম্প্রতিক সমীক্ষায়! গোটা দুনিয়া যখন নয়া বিশ্ব শক্তির উত্থান হিসাবে চিনের নাম সুপারিশ করছে, তখনও আমেরিকাকেই সুপারপাওয়ার হিসাবে দেখেন অধিকাংশ ভারতবাসী।
সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ১০টির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশই চিনকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে রেখেছে। কিন্তু ভারতীয়দের মানসিকতা ভিন্ন। ভারতীয়রা এখনও মনে করেন, আমেরিকাই সব দিক থেকে বিশ্বের সেরা। সত্যি বলতে কী, মাত্র ২৬ শতাংশ ভারতীয়র মনেই চিন সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা রয়েছে।
PM Narendra Modi and Chinese President Xi Jinping at the BRICS leaders’ informal gathering in Hamburg, Germany pic.twitter.com/AXFthlQfhY
— ANI (@ANI_news) July 7, 2017
৩৮টি দেশের বাসিন্দাদের মধ্যে ৪৭ শতাংশই মনে করেন, চিন এখন নতুন সুপারপাওয়ার। তুলনায় ৩৭ শতাংশ মানুষ সে কথা মানেন না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকার ভাবমূর্তি খানিকটা ক্ষুন্ন হয়েছে। তবে একা আমেরিকা নয়, চিনা প্রেসিডেন্টের উপরও মানুষ খুব একটা শ্রদ্ধাশীল নন, সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। বিশ্বের ৫৩ শতাংশ মানুষই জিংপিংকে একজন উপযুক্ত রাষ্ট্রনেতা বলে মানেন না। তাঁর সিদ্ধান্তের উপর ভরসা নেই বিশ্ববাসীর। ট্রাম্পের উপর ভরসা নেই ৭৪ শতাংশ বিশ্ববাসীর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও মানুষ খুব একটা সদয় নন। অথচ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের প্রতি আস্থা রয়েছে ৪২ শতাংশ মানুষের। তাঁর বিরুদ্ধে গিয়েছে মাত্র ৩১ শতাংশ ভোট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.