সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মস্থল যেন ক্রমেই মৃত্যুফাঁদ হয়ে উঠছে। পুণের ইঅ্যান্ডওয়াই কোম্পানির তরুণী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আন্না সেবাস্তিয়ানের পর বসের নিষ্ঠুরতায় এবার মৃত্যু হল থাইল্যান্ডের এক মহিলার।
অসুস্থ হওয়ায় ছুটির আরজি (সিক লিভ) জানানো সত্ত্বেও বস ছুটি দিতে রাজি হননি। চাকরি হারানোর ভয়ে গুরুতর অসুস্থ অবস্থাতেই বৈদ্যুতিন যন্ত্রের ফ্যাক্টরিতে এসেছিলেন ৩০ বছরের ওই মহিলা। কিন্তু কাজ শুরু করার ২০ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পর দিন হাসপাতালে মৃত্যু হয়। কর্মস্থলে পর পর এই দুই ঘটনায় ফের উঠে এল ওয়ার্ক-লাইফ ভারসাম্যহীন হয়ে পড়ার ইস্যু। জানা গিয়েছে, মে নামে ওই মহিলা বৃহদন্ত্রের অসুখে ভুগছিলেন।
গত ৫-৯ সেপ্টেম্বর অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন। চারদিন হাসপাতালে থাকার পর তিনি ফের কাজে ফেরেন। কিন্তু বাড়ি গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ায় তাঁর ম্যানেজারের কাছে আরও দুদিন ছুটি চান। কিন্তু ম্যানেজার ছুটি দিতে রাজি হননি। তাই বাধ্য হয়েই গত ১৩ সেপ্টেম্বর ফের ফ্যাক্টরিতে গিয়েছিলেন মে। সেখানে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই মৃত্য়ুর ঘটনায় কর্মীরা ক্ষোভ প্রকাশ করতেই গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে তাঁ কোম্পানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.