Advertisement
Advertisement
Taliban threat

বিমানবন্দরের কাঁটাতার পেরিয়ে সন্তানকে ছুঁড়ে দিচ্ছেন মা, মর্মান্তিক দৃশ্যে চোখে জল মার্কিন সেনারও

'সন্তান যেন থাকে দুধেভাতে', এই আকুতিতেই অসহায় প্রয়াস আফগান নাগরিকদের।

Women throw their babies over barbed wire at Kabul airport। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2021 3:21 pm
  • Updated:August 23, 2021 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে মার্কিন (US) ও ব্রিটিশ (UK) সেনা। অন্যদিকে অসহায় আফগান (Afghanistan) নাগরিক। মাঝে কাঁটাতারের বেড়া। কাবুল বিমানবন্দরে ঢোকার সুযোগ নেই বুঝেও অন্তত সন্তানকে তালিবানের (Taliban) হাত থেকে বাঁচাতে মরিয়া অভিভাবকরা। আর তাই ঝুঁকি নিয়ে কাঁটাতারের ওপারে ছুঁড়ে দিচ্ছেন সন্তানকে। সঙ্গে অনুরোধ, সেনারা যেন লুফে নেন তাদের। আর তুলে দেন অন্য বিমানে। এমনই মর্মস্পর্শী সব দৃশ্য নিয়মিত রচিত হয়ে চলেছে কাবুল বিমানবন্দরে। যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না সেনাকর্মীরাও।

‘স্কাই নিউজ’-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রতিদিন অসংখ্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিমানবন্দরে মোতায়েন সেনাকে। বিমানবন্দরের সামনে উপচে পড়ছে ভিড়। তালিবানের হাত থেকে সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে কাঁটাতারের দিকে তাদের ছুঁড়ে দিচ্ছেন অভিভাবকরা। অনেক সময় কাঁটাতারে ঝুলতে দেখা যাচ্ছে ছোট শিশুদের দেহ! এক সিনিয়র ব্রিটিশ সেনা আধিকারিক জানাচ্ছেন, তিনি ও তাঁর সহকর্মীরা রাতে শোওয়ার পরও চোখের সামনে ভাসে মানুষের করুণ আর্তির ছবি। চোখে জল ধরে রাখা মুশকিল সেই সব দৃশ্য দেখে। তাঁর কথায়, ”কী ভয়ংকর! মহিলারা নিজেদের সন্তানকে ছুঁড়ে দিচ্ছেন বেপরোয়া ভাবে। কাঁটাতারের বেড়ার এপারে থাকা সেনাদের কাছে অনুরোধ জানাচ্ছেন, তাদের লুফে নিতে।”

Advertisement

[আরও পড়ুন: Afghanistan Crisis: তালিবান নিয়ে ভারতের অবস্থান কী? মুখ খুললেন জয়শংকর]

গোটা কাবুল বিমানবন্দরই যেন এখন এক বিষাদনগরী। সর্বত্র হাহাকার ও দেশ ছাড়তে না পারার আক্ষেপ। মহিলারা কাঁদতে কাঁদতে বলছেন, ”আমাদের সাহায্য করুন। তালিবান আসছে।” তাঁদের আকুতি ও হাহাকারের দৃশ্য যেন বর্তমান আফগানিস্তানের মর্মান্তিক পরিস্থিতির এক চূড়ান্ত প্রতীকী ছবি।

Taliban urges women to join government in Afghanistan
আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসে তালিবান।

গত শনিবার রাজধানী কাবুলে বন্যার জলের মতো ঢুকে পড়ে তালিবান। প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরফ ঘানি। তারপর থেকেই গোটা দেশে আতঙ্কের প্রহর গুনছেন দেশবাসী। নিজেদের পক্ষে দেশ ছাড়া সম্ভব নয় বুঝেও সন্তানকে ‘দুধেভাতে’ রাখার অলীক স্বপ্নে তাদের ছুঁড়ে দিতে বাধ্য হচ্ছেন কাঁটাতারের ওপারে। এই অলীক স্বপ্নই এখন আফগানিস্তানের ঘোর বাস্তব।

[আরও পড়ুন: ‘না পালালে মেরে ফেলত, শীঘ্রই আফগানিস্তানে ফিরব’, প্রথম প্রতিক্রিয়া পলাতক Ashraf Ghani’র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement