Advertisement
Advertisement
Hamas

বর্বর হামাস! ইজরায়েলি তরুণীর প্রাণভিক্ষা উপেক্ষা করেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি!

একটি ভিডিও প্রকাশ করে এই দাবি করেছে ইজরায়েল।

Woman shot point-blank by Hamas gunman, video realesed by Israel। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 21, 2023 5:07 pm
  • Updated:November 21, 2023 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৭ অক্টোবর ইজরায়েলের হামলা করেছিল হামাস। এর পর থেকেই শুরু হয়েছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। এবার তেল আভিভের তরফে পেশ করা হল একটি ভিডিও। দাবি, এটা গত মাসের ৭ তারিখেরই ভিডিও। ফুটেজে দেখা গিয়েছে কীভাবে মিউজিক ফেস্টিভ্যালে আসা ইজরায়েলিদের হত্যা করছে হামাসের বন্দুকবাজরা!

ইজরায়েলের বিদেশ মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত এক অ্যাকাউন্ট থেকে সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা শুভ ও অশুভর মধ্যে লড়াই।’ ভিডিওয় দেখা গিয়েছে কীভাবে ফেস্টিভ্যালে আসা দর্শকদের ধরে ধরে খুন করছে হামাসের বন্দুকবাজরা। কাউকে তাঁর গাড়িতে বসে থাকা অবস্থাতেই গুলি করা হচ্ছে। আবার যাঁরা পালাচ্ছেন তাঁদের তাড়া করে মেরে ফেলা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত-রাশিয়ার বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি, উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রদূত]

রুদ্ধশ্বাস ভিডিওটির সবচেয়ে ভয়ংকর ও নির্মম মুহূর্ত তৈরি হয় একেবারে শেষে। সেখানে এক তরুণীকে দেখা যাচ্ছে বারবার প্রাণভিক্ষা করতে। কিন্তু কোনও আকুতিতে না টলে হামাস বন্দুকবাজ গুলি চালান। এর পরই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় ওই তরুণীকে। ভিডিওটিকে কোনও শব্দ নেই। কিন্তু তরুণীকে ঘিরে তৈরি হওয়া ধুলোর মেঘ থেকে তাঁর পরিণতি আন্দাজ করে নিতে অসুবিধা হয় না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে ভয়ংকর হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Hamas)। তার পর সাধারণ মানুষদের উপর তাদের নির্মম অত্যাচারের ছবি দেখে আতঙ্কিত হয়ে ওঠে গোটা বিশ্ব। এবার সামনে এল আরও একটি ভয়ংকর ভিডিও।

[আরও পড়ুন: টানা চার ম্যাচে জয়, আই লিগে মহামেডান যেন অশ্বমেধের ঘোড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement