সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগব্যায়ামের গুরুত্ব বুঝছে গোটা দুনিয়া। তথাকথিত জিমের মোহ ছেড়ে যোগের আশ্রয়েই শরীর ও মনকে চাঙ্গা করার দিকে ঝুঁকছে গোটা বিশ্ববাসী। কিন্তু নগ্ন হয়ে যোগব্যায়াম! এক্ষেত্রেও সাহসী বেশ কেউ কেউ। সম্প্রতি আমেরিকার এক মহিলা নগ্ন হয়ে যোগের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। অবশ্য সমুচিত জবাবেই তা ঠাণ্ডা করেছেন তিনি।
[ এখন কিনে দাম মেটান পরের বছর, আমাজনের অফারে হইচই নেটদুনিয়ায় ]
বছর একুশের ওই তণ্বীর নাম কার্সটি টাভোলাক্কি। নিজে যোগের ভক্ত। নিয়ম করে তা অনুশীলন করেন। তবে তাঁর যোগের বৈশিষ্ট্য হল, নগ্ন হয়েই যোগ করেন তিনি। নিজের এ অভ্যাসকে গোপনও করেননি। ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে তা পোস্টও করেছেন। হাজার হাজার অনুগামী সে ছবি দেখেছেন। প্রত্যাশিতভাবে কিছু সমালোচনাও ধেয়ে এসেছে।
নেটদুনিয়া আজকাল বডি শেমিংয়ের আখড়া হয়ে দাঁড়িয়েছে। যে কোনও নগ্নতাকেই অশ্লীলতার দায়ে ফেলা হয়। নগ্নতার মধ্যেও যে শিল্প আছে, তা যেন নেটিজেনদের দৃষ্টিভঙ্গি থেকে উধাও হতে বসেছে। সম্প্রতি এই নিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার হতে হয়েছিল অভিনেত্রী এষা গুপ্তাকে। অবশ্য একের পর এক নগ্ন ছবি পোস্ট করেই তার জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
আমেরিকার এই তরুণীকেও একইরকম প্রশ্নের মুখে পড়তে হয়। যোগের গুরুত্ব তো দূরস্থান, তাঁর নগ্নতাই আলোচনার বিষয় হয়ে ওঠে। নগ্নতা শ্লীল ও অশ্লীল হয়ে ওঠার মধ্যে যে সূক্ষ্ম ফারাক আছে তা মাথায় রেখেই একাধিক ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু তারপরও সমালোচনা হয়।
অবশ্য তার মোক্ষম জবাবও দিয়েছেন তিনি। জানিয়েছেন, যোগ অনুশীলনের নগ্ন ছবি তিনি পোস্ট করেছেন বার্তা দিতেই। স্বাভাবিক এই প্রক্রিয়া যে কতটা মুক্তিদায়ক তা অনেক মানুষই জানেন না। মূল উদ্দেশ্য হল, এই প্রক্রিয়া কতটা সুন্দর ও শিল্পসম্মত তা সবার জানা উচিত এবং জানানোও উচিত। কেন এই ছবিকে বা এই প্রক্রিয়াকে নোংরা দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তারও কড়া সমালোচনা করেন তিনি।
[ নাপিতের কাছে ঘাড়ে ম্যাসাজ করান? জানেন, কী ক্ষতি করছেন নিজের? ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.