Advertisement
Advertisement

Breaking News

কাটা মুন্ডু

খুনের পর কাটামুন্ডু ফুটপাথে, অস্ট্রেলিয়ার তরুণীর কাণ্ডে শিউড়ে উঠেছে পুলিশও

অপরাধী মেয়েকে গ্রেপ্তার করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে৷

Woman murders mother and places the head infront of the footpath

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2019 6:25 pm
  • Updated:July 21, 2019 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতা যেন তুলনাহীন৷ যেভাবে মাকে খুন করে তা সকলের প্রদর্শনের জন্য সাজিয়ে রেখে দিয়েছিল অস্ট্রেলিয়ার এক তরুণী, তা দেখে শিউড়ে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও৷ ঘাতককে গ্রেপ্তার করে অবিলম্বে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে৷

[আরও পড়ুন: লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প!]

ঘটনা অস্ট্রেলিয়া সিডনির৷ শনিবার পুলিশ খবর পায়, একটি হত্যাকাণ্ড ঘটে গিয়েছে৷ ঘটনাস্থলে গিয়ে সেই হত্যার দৃশ্য দেখে পুলিশের হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়৷ জানা যায়, মাকে খুনের পর ছিন্ন মুন্ডুটি মেয়ে রেখে দিয়েছে বাড়ির সামনের ফুটপাথে৷ যা দেখে দুঁদে গোয়েন্দারাও বলছেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দৃশ্য৷ আর অপরাধী নিজে লুকিয়ে ছিল প্রতিবেশীর বাগানে একটি ঝোপের পিছনে৷ যা আবার চেখে পড়ে প্রতিবেশীর বছর চারের ছেলের৷ এমন নৃশংস দৃশ্য দেখে সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে৷

Advertisement

সিডনির গোয়েন্দা কর্তা ব্রেট ম্যাকফাডেনের কথায়, ‘পুলিশকে অনেক ধরনের অপরাধ চাক্ষুষ করতে হয়৷ কিন্তু এই দৃশ্য আমাদের কাছে একেবারে নতুন, এবং এতটা নৃশংস যে আমাদেরই সম্বিৎ ফিরে পেতে সমস্যা হচ্ছে৷’ অভিযোগের ভিত্তিতে খুনি মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাকে আদালতে পেশ করা হয়েছিল৷ বিচারক সবটা খতিয়ে দেখে জানান, অপরাধীর মানসিক চিকিৎসা প্রয়োজন৷ তাই তাকে পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে৷ তাই সে জামিনের আবেদনও করতে পারেনি৷

[আরও পড়ুন: ইরানের সঙ্গে ঘনাল যুদ্ধের মেঘ, সৌদি আরব পাড়ি দিচ্ছে মার্কিন ফৌজ]

মা কিংবা বাবাকে খুন করেছে সন্তান, এমন ঘটনা পৃথিবীতে বিরল নয় একেবারেই৷ কিন্তু অস্ট্রেলিয়ার ২৫ বছরের তরুণী যা করলেন, বিশেষত খুনের পর তার কার্যকলাপ বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেই মনে করছে পুলিশ৷ এতেই তার জটিল মনোস্তত্বের বিষয়টি উঠে আসছে৷ তাই হয়তো আদালতের তরফে তাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে৷ তবে সাতসকালে উঠে সামনের রাস্তায় ওরকম একটা কাটামুন্ডু দেখে প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা যেভাবে আঁতকে উঠেছেন, সেই রেশ এত দ্রুত কাটেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement