Advertisement
Advertisement

Breaking News

Earthquake

ধ্বংসের মাঝে সৃষ্টি! ভূমিকম্পে বিধ্বস্ত ব্যাংককের রাস্তায় সন্তানের জন্ম দিলেন তরুণী

ভূমিকম্পের পর হাসপাতাল থেকে রাস্তায় নামিয়ে আনা হয় অন্তঃসত্ত্বা তরুণীকে।

Woman Gives Birth On Bangkok Street After Hospital Evacuation Amid Earthquake
Published by: Kishore Ghosh
  • Posted:March 29, 2025 2:10 pm
  • Updated:March 29, 2025 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমারের ভয়াল ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যেই প্রকৃতির রোষে মৃত্যু-নগরী হয়ে ওঠা ব্যাংকের রাস্তায় সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণী। শুক্রবার তীব্র কম্পনের পর হাসপাতাল থেকে অন্য রোগীদের সঙ্গে বাইরে বের করে আনা হয় ওই অন্তঃসত্ত্বাকেও। এর পর খোলা আকাশের নিচে ভূমিষ্ট হয় ফুটফুটে খুদে।

ভূমিকম্পের ফলে নিরাপত্তার কারণে ব্যাংককের ওই হাসপাতালের বহু রোগীকেই রাস্তায় নামিয়ে আনা হয়েছিল। সেভাবেই বাইরে স্ট্রেচারে শোয়ানো হয়েছিল তরুণীকে। শেখানেই প্রসব বেদনা উঠলে হাসপাতালের চিকিৎসাকর্মীদের সহযোগিতায় সন্তান প্রসব করেন তিনি। ভূমিকম্পের আতঙ্ক ও শোরগোলের মধ্যে খুদের জন্মানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কম্পনের জেরে বিএনএইচ হাসপাতাল এবং কিং চুলালোংকর্ন মেমোরিয়াল হাসপাতালের রোগীদের স্থানীয় রাস্তায় ও পার্কে নামিয়ে আনা হয়েছে। তবে সেখানে রোগীদের দেখভাল করছেন দুই হাসপাতালের চিকিৎসাকর্মীরা। আস্ত হাসপাতালই যেন শহরের পথে নেমে এসেছে। 

Advertisement

উল্লেখ্য, জোড়া ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ হয়ে উঠেছে মায়ানমার। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রকৃতির রোষে মায়ানমার-থাইল্যান্ডে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে হাজারের উপর মানুষ। আহত প্রায় ৩ হাজার। নিখোঁজ বহু। মৃত্যু আরও বাড়বে বলেই আশঙ্কা জুন্টা সরকারের। ইতিমধ্যে পড়শি দেশে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। এই দুঃসময়ে মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা পাঠিয়েছে রাশিয়া-চিনও। এদিকে ভাইরাল হয়েছে ব্যাংককের একটি ৩০ তলা বাড়ির তাসের ঘরের মতো ভেঙে পড়ার ভিডিও। ওই বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শ-খানেক শ্রমিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement