Advertisement
Advertisement

শৌচাগারে প্রসব, সদ্যোজাতকে আবর্জনায় ফেলে দিল মা

মায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হতে পারে।

 Woman Gave Birth Inside A Bathroom And Dumped The baby In dustbin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 10:24 am
  • Updated:December 25, 2016 10:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচাগারে মধ্যেই সন্তানের জন্ম দিলেন৷ ফের সদ্যোজাতকে আবর্জনার বাক্সে ফেলে পালানোর চেষ্টা করলেন মা৷ তবে এঘটনা এদেশের কোথাও নয়৷ মার্কিন মুলুকে ওয়ালমার্টের শৌচাগারে৷ ওয়ালমার্টেরই এক কর্মী শিশুটিকে আবর্জনার বাক্স থেকে উদ্ধার করেন৷ জানা যায়, মাত্র ৪ ঘণ্টা আগেই জন্ম হয়েছে ওই শিশুর৷ যদিও পরে খোঁজ মেলে শিশুর মায়েরও৷ ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যে ৭টার পর৷

নিউ রোডস পুলিশের তরফে  জানানো হয়েছে শিশুটির মাকে দুপুর ৩টের দিকে শৌচাগারে ঢুকতে দেখা যায়৷ অত্যাধিক  রক্তপাত হওয়ায় ওয়ালমার্টের এক কর্মীকে তিনি জানান তাঁর ঋতুস্রাব সংক্রান্ত সমস্যার জন্য এটা হচ্ছে৷ এরপর ওই কর্মীই তাঁকে টিস্যুপেপার ও তোয়ালে দেন৷ ওই কর্মী শৌচাগারের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ওই মহিলা ভিতরে  প্রসব করেছেন৷ অনেক পরে ওই মহিলা তার সদ্যোজাতকে মুড়ে আবর্জনার বাক্সয় ফেলে চুপিসারে বেড়িয়ে যান৷ তারও পরে শৌচাগার পরিস্কার করতে গিয়ে একজন আবর্জনার বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সে এখন সুস্থ আছে বলে জানা গিয়েছে৷

Advertisement

ওয়ালমার্ট চত্ত্বর থেকেই উদ্ধার করে শিশুটির মাকেও অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement