সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার পরনে খোলামেলা পোশাক। আর সেকারণে বিমানে ওঠায় বাধা। শেষপর্যন্ত বিমানে চড়লেও পরতে হল অন্য পোশাক। তাও আবার কি না বিমানচালকের টি–শার্ট! না, এদেশে নয়। নীতি পুলিশগিরির (Moral Policing) এই ঘটনা এবার ঘটেছে মার্কিন মুলুকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
অন্যান্য যাত্রীরা অস্বস্তিতে পড়তে পারে, এই অভিযোগে এক মহিলাকে প্রথমে বিমানে উঠতেই বাধা দেওয়া হয়। শেষপর্যন্ত বিমানচালক, তাঁকে নিজের জামাটি ধার দিলে ওই মহিলা বিমানে ওঠার অনুমতি পান। আর সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার কথা জানাতেই নেটিজেনরা ওই এয়ারলাইন্সের তীব্র সমালোচনায় মুখর হন। অনেকেই ওই মহিলাকে সমর্থন জানান। আমেরিকার মতো আধুনিক দেশেও এধরনের ‘নীতি পুলিশ’ দেখে অবাকও হন অনেকে।
জানা গিয়েছে, ওই মহিলার নাম কায়লা ইউব্যাংকস। অভিযোগের তির SouthwestAir নামে বিমানসংস্থার দিকে। নিজের অভিযোগে কায়লা জানান, বোর্ডিং পাশ নেওয়ার সময়, তাঁর পোশাক খুবই খোলামেলা এই অভিযোগে তাঁকে বিমানে চড়তে বারণ করেন ওই বিমানসংস্থার আধিকারিকরা। বারংবার বলা সত্ত্বেও কায়লাকে বিমানে চড়তে বারণ করেন তাঁরা। বলেন, কায়লার পোশাকে নাকি অস্বস্তিতে পড়তে পারেন বাকি যাত্রীরা।
শেষপর্যন্ত ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন বিমানের ক্যাপ্টেন। নিজের টি–শার্টটি কায়লাকে দিয়ে দেন। ওই টি–শার্ট পরেই বিমানে চড়েন কায়লা। এরপর নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে বিস্তারিত জানিয়ে একাধিক টুইটও করেন।
Y’all I was KICKED OFF my @SouthwestAir flight because my boobs are “lewd, obscene and offensive.” I was told that passengers may look at me in my attire and be offended. The attire in question: https://t.co/tOAxZsFDU5 pic.twitter.com/S9W9gFXpg6
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
I really wanna know why @SouthwestAir is policing my clothes like this. How will my shirt impact my flight, for myself, the other passengers or even the pilot? Y’all have a dress code for CUSTOMERS who pay to get on a plane? It’s the constant policing of women’s bodies for me.
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
It’s the way I’m being held at the gate for a policy they (the 4 workers) can not locate… it’s the way I’ve missed my boarding group… https://t.co/jKXq9RozFF
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
The @SouthwestAir employee stopped looking for this policy and caught the Captain coming out of the bathroom and asked him to intervene. He literally comes out saying that they’re hating on me 🙃. pic.twitter.com/oJ4yqe9hLq
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
The CAPTAIN of the flight loaned me his shirt so that I could board (having been removed from the flight and the flight being delayed). I eventually took it off.. Only to be told that I would have to speak with a supervisor upon landing pic.twitter.com/sBLCHrRbRO
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
The CAPTAIN of the flight loaned me his shirt so that I could board (having been removed from the flight and the flight being delayed). I eventually took it off.. Only to be told that I would have to speak with a supervisor upon landing pic.twitter.com/sBLCHrRbRO
— Kayla Eubanks (@UziSuzy) October 6, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.