Advertisement
Advertisement

Breaking News

আজব কাণ্ড! ছবিতে পাল্টে গেল মহিলার মুখ!

কামাল না বিকৃতি!

Woman Finds Startling Photo That Shows Someone Else's Face
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 11:39 am
  • Updated:July 13, 2018 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা শরীর, অচেনা মুখ! ঠিক এমন ঘটনাই ঘটল যুবতীর সঙ্গে৷ সাজগোজ করে নিজের একটা ছবি টুইটারে পোস্ট করেছিলেন তিনি৷ কিন্তু কয়েকদিন পর নিজের ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন৷ পোশাক এবং ছবির চারপাশের পরিস্থিতি সবই হুবহু এক৷ কিন্তু পাল্টে গিয়েছে মুখ৷ যুবতীর মুখ বদলে গিয়ে সেখানেই বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক মহিলার মুখ৷ আর নিজের ছবি বিকৃত করে ব্যবহার করতে দেখে বেজায় চটেছেন জেসিকা হান্ট৷

বিষয়টি প্রকাশ্যে আনতে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছিলেন তিনি৷ আর প্রায় ৩২,০০০ রিটুইট হয় জেসিকার এই টুইটটি৷ রান্নাঘরে দাঁড়িয়ে তোলা জেসিকার এই ছবি বিকৃত করে অন্য মহিলার মুখ বসানোর ঘটনা নিয়ে খুরই বিরক্ত তিনি৷ সৌন্দর্য জাহির করতে গিয়ে অন্যের ছবি ব্যবহার করার পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি৷

(এবার মার্কিন ভিসার জন্য লাগবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement