Advertisement
Advertisement

প্রেমিকের মাত্রাতিরিক্ত যৌন চাহিদার ফলে মৃত্যু মহিলার

কেবলমাত্র যৌবন ফিরে পাওয়ার তাগিদে?

Woman bleeds to death after having Sex
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 7:24 pm
  • Updated:November 13, 2016 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের মাত্রাতিরিক্ত যৌন চাহিদার ফলে মৃত্যু হল ৪৮ বছরের মহিলার৷ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার ইবাদান শহরে৷ মৃতের নাম সাদিয়াত আদেজুয়োন৷ প্রেমিকাকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিক ফাতাই বুসারিকে (৫০)৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইবাদানের আগোডা গার্ডেনে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন দু’জনে৷ কাজের সূত্রেই সম্পর্কে জড়িয়ে পড়েন৷ অভিযোগ, যৌবন ফিরে পাওয়ার তাগিদে প্রেমিকার সঙ্গে যৌন মিলনের আগে ভেষজ লিঙ্গবর্ধক ওষুধ খেয়েছিল ফাতাই৷ তাঁর বর্ধিত লিঙ্গর চাপেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় সাদিয়াতের৷

Advertisement

অভিযুক্ত প্রেমিককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ৷ আদালতে তোলা হলে তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়৷ ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের তাকে নির্দেশ দেন বিচারক৷ আপতত আগোডা জেলে ঠাঁই হয়েছে ৫০ বছরের প্রেমিকের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement