Advertisement
Advertisement

Breaking News

প্রেমিকের বিয়ের প্রস্তাব, চরম উৎসাহে সংজ্ঞা হারালেন প্রেমিকা!

দেখুন ভিডিও!

Woman actually faints after being overwhelmed by marriage proposal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 4:42 pm
  • Updated:September 30, 2016 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার মানুষটি যখন একসঙ্গে সারাজীবন কাটানোর প্রস্তাব দেন, তখন হয়তো এক মুহূর্তের জন্য স্বর্গীয় অনুভূতি হয় মহিলাদের। অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেন মহিলারা। অনেক সময় হয়তো হেসে খুন হন। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু রেনা রেন্টেরিয়া বিয়ের প্রস্তাব পেয়ে যা করলেন তা জানলে চোখ কপালে উঠবে!

বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ এবং উৎসাহে সংজ্ঞা হারালেন তিনি।

Advertisement

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিয়ের প্রস্তাব পেয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন এই মেক্সিকান মডেল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তাঁর প্রেমিক বুঝতে পারেন, মজা না, সত্যিই সংজ্ঞা হারিয়েছেন তিনি।

এরপর মহিলা নিজেই গোটা ঘটনার বিবৃতি ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।

 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement