Advertisement
Advertisement

মিডিয়ার কোন খবরকে ‘পাপ’ বলছেন পোপ ফ্রান্সিস?

“এই মানসিকতা যেমন পাপ, তেমনই তা ক্ষতিকরও!”

Why Pope Francis says fake news is a 'sin'?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 10:47 am
  • Updated:December 10, 2016 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপ কী, অপরাধই বা কী- তা নিয়ে পাতার পর পাতা তর্ক চলতেই পারে। এক ধর্মমত যাকে পাপ বলে ব্যাখ্যা করছে, অন্য ধর্মমতে তা হতেই পারে শুদ্ধ আচার। যেমন, খ্রিস্টানদের কাছে শূকর ভক্ষণ দোষের না হলেও ইসলামে তা রীতিমতো না-পাক অভ্যাস! তবে এই সবের বাইরে গিয়ে বলাই যায়, সাধারণত যা অনৈতিক এবং অন্যায়, তাকেই পাপ তথা অপরাধ বলে চিহ্নিত করতে চায় সব ধর্মমত। তা-ই যদি হয়, তবে মিডিয়ার পরিবেশিত সংবাদকে কী ভাবে পাপ-এর তালিকাভুক্ত করছেন পোপ ফ্রান্সিস? ক্যাথলিক খ্রিস্টান সমাজের  অন্তর্ভুক্ত হলেও এ জাতীয় গোঁড়ামি তো তাঁর মধ্যে কোনও দিন দেখা যায়নি!
শুধু মিডিয়ার খবরকে পাপ বলেই ক্ষান্ত থাকেননি পোপ, বেশ তীব্র ভাষায় সমালোচনা করেছেন বর্তমান সমাজে মিডিয়া যে ভূমিকা বহন করছে তাকেও! আসলে পোপের বিদ্বেষের কেন্দ্রে এসেছে মিডিয়ার তিন রকম মানসিকতা- মিথ্যা খবর পরিবেশন করা, অর্ধসত্য কথন এবং নানা কুরুচিকর খবরকে ফুলিয়ে-ফাঁপিয়ে মুখরোচক করে তোলা! স্পষ্ট জানিয়েছেন পোপ- মিডিয়ার কাজই হল সত্যের প্রতি দায়বদ্ধ থাকা। কিন্তু বর্তমান বিশ্বে মিডিয়া তার সেই দায়িত্ব ও দায়বদ্ধতার কথা ভুলে গিয়েছে। তাই মিডিয়া পরিবেশিত বেশির ভাগ খবরকেই তিনি পাপ বলে গণ্য করছেন!
“বর্তমান সমাজে মিডিয়া খুবই শক্তিশালী এক গণমাধ্যম যা খুব সহজে জনমত গঠন করতে সক্ষম। সেই জনমত গঠনের কাজটা সদর্থক হতে পারে, হতে পারে নেতিবাচকও! তাই মিডিয়া তার প্রকাশিত প্রত্যেকটি খবরের জন্য দায়বদ্ধ! কিন্তু মিডিয়া যদি অর্ধসত্য পরিবেশন করে, তবে এই জনমত গঠনের কাজটিই ভুল পথে চালিত হয়। কেন না সেক্ষেত্রে মানুষ শুধু ঘটনার একটি দিকই জানতে পারেন, সত্যটা তাঁদের সামনে উদঘাটিত হয় না”, জানিয়েছেন পোপ।
এখানেই শেষ নয়। পোপ বেশ নির্মম ভাবেই জানিয়েছেন, যে সব সত্য খবরও পরিবেশন করে নিজেদের ব্যবসা বাড়ায় পোপ, তার অধিকাংশও অনৈতিক। “আজকাল এই এক মানসিকতা দেখা যাচ্ছে মিডিয়ার- যা কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে কুৎসা, যা কিছু অশালীন, তাকেই বেশি করে তুলে ধরতে চাওয়া হচ্ছে। হোক সে সত্য ঘটনা, কিন্তু তা জনমানসে কুরুচির জন্ম দিচ্ছে”, দাবি করেছেন পোপ।
এই সব দৃষ্টিভঙ্গী থেকেই পোপের সাফ বক্তব্য- “এই মানসিকতা যেমন পাপ, তেমনই তা ক্ষতিকরও!”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement