Advertisement
Advertisement

জানেন, আপনি ফেসবুক করলে জুকারবার্গের দৈনিক আয় কত?

ফেসবুকের সদর দফতরে সহকর্মীদের নিয়ে সেলিব্রেট করলেন নিজের জন্মদিন৷ এবারের জন্মদিনটা নিঃসন্দেহে তাঁর কাছে স্পেশাল৷ কেননা এই জন্মদিনে পাশে ছিল তাঁর একরত্তি মেয়ে৷ তবে জন্মদিন বিশেষ হওয়ার আরও কারণও আছে৷

why-mark-zuckerbergs-birthday-was-special-this-year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 2:46 pm
  • Updated:August 20, 2020 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাত শখের বশেই হয়ত আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আটকে থাকেন৷ আপনার এই কাজে ফেসবুক সাম্রাজ্যের বিস্তৃতি যে কত তা জানলে কিন্তু চোখ কপালে উঠবে৷ তরুণ উদ্যোগপতি হিসেবে বিশ্বে নজির গড়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ৷ নজিরের অঙ্কটা রীতিমতো চমকপ্রদ৷

সম্প্রতি ৩২ এ পা রাখলেন মার্ক৷ ফেসবুকের সদর দফতরে সহকর্মীদের নিয়ে সেলিব্রেট করলেন নিজের জন্মদিন৷ এবারের জন্মদিনটা নিঃসন্দেহে তাঁর কাছে স্পেশাল৷ কেননা এই জন্মদিনে পাশে ছিল তাঁর একরত্তি মেয়ে৷ তবে জন্মদিন বিশেষ হওয়ার আরও কারণও আছে৷

Advertisement

কী সেই কারণ? তিরিশের কোঠা পেরনো তরুণ হিসেবে এ গ্রহে একমাত্র তাঁর আয়ই সবার উপরে৷ বিশ্বে তাঁর থেকেও ধনী ব্যক্তি আছেন, কিন্তু দৈনিক আয়ে সকলকে পিছনে ফেলে দিয়েছেন মার্ক৷ ফেসবুক থেকে তাঁর দৈনিক আয় ৪.৪ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ২৯ কোটি ৪৭ লক্ষ ৪২ হাজার ৫৮০ টাকা৷

দুনিয়াকে বিনামূল্যে ‘কানেক্টেড’ করাই ছিল মার্কের ব্যবসায়িক দর্শন৷ আর তাতেই ফুলেফেঁপে উঠেছে তাঁর সাম্রাজ্য৷ জনতার ঠিক কোন আবেগের জায়গাটা তিনি ধরতে চেয়েছিলেন তা তাঁর বলা কথাতেই স্পষ্ট৷ মার্ক জানান, আফ্রিকায় কে মারা গিয়েছে তার থেকেও আপনার বাড়ির পাশে একটা কাঠবিড়ালির মৃত্যু হয়ত আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ তাঁর এ কথাতেই পরিষ্কার ব্যক্তির নিজস্ব দুনিয়াকে তিনি ঠিক কতটা গুরুত্ব দেন৷ আর এই ব্যক্তিগত আবেগ উসকে দিয়েই আজ তরুণ উদ্যোগপতিদের মধ্যে একছত্র সম্রাট মার্ক জুকারবার্গ৷

এই গ্রহে দৈনিক তাঁর মতো আর কেউ করেন না. সৌজন্যে আপনার ফেসবুক নেশা

#Facebook  #MarkZuckerberg  #RichestPeople #SangbadPratidin

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement