Advertisement
Advertisement

‘চাই আর্জেন্টিনা জিতুক, কিন্তু মনে হয় ফ্রান্স জিতবে’, বিশ্বকাপ নিয়ে মন্তব্য তসলিমার

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত জনপ্রিয় সাহিত্যিক।

Who will win World Cup Final, Taslima Nasrin gives her favourite in Social Media। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2022 8:36 pm
  • Updated:December 15, 2022 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (Qatar World Cup 2022) জ্বরে আক্রান্ত তসলিমা নাসরিন (Taslima Nasrin)। ফুটবলের বিশ্বসেরা হওয়ার লড়াই যত এগিয়েছে ততই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে দেখা গিয়েছে জনপ্রিয় সাহিত্যিককে। আগামী রবিবার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা। মেসি না এমবাপে? কে হাসবেন বিজয়ীর হাসি? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। এই পরিস্থিতিতেও পোস্ট করলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে জিতবে কে? এই নিয়েই পোস্ট তসলিমার। কী লিখলেন তিনি? ফেসবুকে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘ফাইনালে আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে খেলা হবে। চাই আর্জেন্টিনা (Argentina) জিতুক, কিন্তু মনে হয় ফ্রান্স জিতবে। এই চাওয়া আর মনে হওয়া ব্যাপারটা বেশ মজার। খেলার সময় আমি আমার চাওয়ার পক্ষে থাকবো নাকি মনে হওয়ার পক্ষে থাকবো, সেটা এখনও জানি না।’

Advertisement

[আরও পড়ুন: ১৭ বছর পরে গোধরা কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্তর জামিন সুপ্রিম কোর্টে

স্বভাবতই তসলিমার এই পোস্টে কিছুটা ধোঁয়াশা রয়েছে। যা নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘খেলা দেখতে বসার জন্য দুটো চেয়ার রাখুন ৷ একটি এদলের জন্য অন্যটি ওদলের ৷ যখন বসবেন বদলে বদলে বসুন ৷ নিজের দেশ না খেলার সুবিধেটা নির্দ্বিধায় উপভোগ করুন ৷’ আরেকজনের মন্তব্য, ‘চাওয়ার পক্ষে থাকবেন..কতকিছুই তো মনে হতে পারে!’

কাতার বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মাসখানেক সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র আলোচনা তুঙ্গে। এর মধ্যে রেফারিদের সিদ্ধান্ত থেকে প্রযুক্তির বাড়াবাড়ি, নানা বিষয়ে বিতর্ক হয়েছে। খেলোয়াড় থেকে সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকেই। তসলিমাও সেই জোয়ারে পুরোদস্তুর গা ভাসিয়েছেন। তবে তাঁকে মেসিকে কটাক্ষ করতে দেখা গিয়েছে। পোল্যান্ডের বিরুদ্ধে মেসি পেনাল্টি মিস করার পর তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়?’

আবার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পরে তসলিমার মন্তব্য, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়।’ স্বাভাবিক ভাবেই, জনপ্রিয় সাহিত্যিকের এহেন মন্তব্য ঘিরেও চর্চা জারি সোশ্যাল মিডিয়ায়। এবার অবশ্য মেসি নয়, বিশ্বকাপ ফাইনাল নিয়ে পোস্ট করলেন তিনি।

[আরও পড়ুন: বাংলার আকাশে রহস্যময় আলো! চাঞ্চল্য তুঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement