সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের ইউহানই করোনার উৎপত্তিস্থল। একাধিকবার এই দাবি উঠেছে। ততবারই অভিযোগ খারিজ করেছে বেজিং। সেসময় পরোক্ষভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (World Health Organization)। আচমকাই সেই হু (WHO)-এর গলায় অন্য সুর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের বিশেষজ্ঞ মাইক রেয়ন বলেন, চিনে করোনা ভাইরাসের (Corona Virus) উৎপত্তি হয়নি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে এমন কথা বলা ‘একেবারে অনুমাননির্ভর’ হবে। শুক্রবার জেনেভায় এক ভারচুয়াল সভায় মাইক রায়ান এ কথা বলেন। তিনি আরও জানান, যেখানে প্রথম মানব সংক্রমণের খবর মিলেছে, সেখান থেকেই তদন্ত শুরু করাটাই স্বাভাবিক। তাই ইউহানের বাজারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা তদন্ত করে যেতে পারেন বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারী নিয়ে বারবার চিনকে দুষেছেন। করোনাকে চিনা (China) ভাইরাস বলেও কটাক্ষ করেছেন তিনি। এমনকী, চিনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সময় চিনের পাশে দাঁড়ানোর অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও কটাক্ষ করেছেন ট্রাম্প। এবার হু সেই পক্ষপাতিত্বের অভিযোগ ঝেড়ে ফেলতে মরিয়া হু। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্প্রতি চিনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইউহানে ভাইরাসটি আবিষ্কারের আগেই অন্য দেশে এর অস্তিত্ব ছিল। উদাহরণ হিসেবে আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে এর উপস্থিতির বিষয়টি তুলে ধরা হচ্ছে। এর বাইরে গত বছর ইউরোপে এ ভাইরাস ছড়ানোর বিষয়টি গবেষণাপত্রের উল্লেখ করেও বোঝানো হচ্ছে। কিন্তু তা মানতে নারাজ আন্তর্জাতিক মহল।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের মাঝামাঝি চিনের ইউহান শহরের প্রথম করোনা ভাইরাসেসর অস্তিত্ব মিলেছিল। তারপরই হু হু করে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আাপতত তা বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.