Advertisement
Advertisement
Swine Flu

ফের সোয়াইন ফ্লুর রক্তচক্ষু! বিশ্বজুড়ে সতর্কতা জারি করল হু

সোয়াইন ফ্লুতে আক্রান্ত স্পেনের শূকর খামারের কর্মী।

WHO issues worldwide warning on Swine Flu | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 16, 2024 12:39 pm
  • Updated:February 16, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোয়াইন-ফ্লু (Swine Flu) সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা তথা হু। স্পেনের এক ব‌্যক্তি সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হন। সেই খবর হু-কর্তাদের গোচরে আসে চলতি বছরের ২৯ জানুয়ারি।

স্পেনীয় স্বাস্থ‌্য আধিকারিকরাই এই সংক্রান্ত তথ‌্য হু-কে দেন। এই নিয়ে স্পেনে তিন জন ইনফ্লুয়েঞ্জা এ (এইচওয়ানএনওয়ান তথা সোয়াইন ফ্লু) ভাইরাস আক্রান্ত হলেন। এই ধরনের সংক্রমণের প্রথম ঘটনা ঘটেছিল ২০০৮ সালে। দ্বিতীয়টি ২০২৩ সালের জানুয়ারি মাসের।

Advertisement

ইন্টারন‌্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ২০০৫-এর তথ‌্য অনুযায়ী, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস সংক্রমণের ঘটনা জনস্বাস্থ্যে বিপুল প্রভাব ফেলতে সক্ষম। আর তাই এ ধরনের কোনও ঘটনা ঘটলে তা দ্রুত হু-র নজরে আনাই নিয়ম।

[আরও পড়ুন: ‘ছেলেটাকে দেখে রাখবেন স্যর’, সরফরাজের অভিষেকের পরে রোহিতকে অনুরোধ বাবার]

সাম্প্রতিক এই সংক্রমণের খবরের প্রেক্ষিতে হু (WHO) জানিয়েছে-আক্রান্ত ব‌্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তিনি স্পেনের (Spain) লেইডা প্রদেশের একটি শূকর পালনকেন্দ্র তথা খামারে কাজ করেন। স‌্যাম্পল টেস্টিং এবং জিনোম সিকোয়েন্সিং করে তাঁর সংক্রমণ পজিটিভ সাব‌্যস্ত হয়েছে। আরও জানা গিয়েছে যে, ওই ব‌্যক্তি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। জ্বর, কাশি এবং শরীরে অস্বস্তির মতো উপসর্গ ছিল তাঁর।

তবে হু-য়ের তরফে সতর্কতা জারি করা হলেও আতঙ্কের কারণ নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকলেই এই ভাইরাসের থাবা থেকে দূরে থাকতে পারেন আমজনতা। তবে অন্যান্য ফ্লুয়ের মতোই উপসর্গ দেখা যায় সোয়াইন ফ্লুতেও। তাই অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

[আরও পড়ুন: ভারতীয়দের উপর হামলা বন্ধে ‘প্রচুর খাটছেন’ বাইডেন! দিল্লির চাপে সাফাই?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement