Advertisement
Advertisement
Kamala Harris

রানিং মেটের নাম ঘোষণা করলেন কমলা হ্যারিস, কে এই টিম ওয়ালজ

কেন মিনেসোটার গভর্নরকেই বাছলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী।

Who is Tim Walz, Kamala Harris's running mate
Published by: Biswadip Dey
  • Posted:August 6, 2024 8:58 pm
  • Updated:August 6, 2024 8:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। নিজের রানিং মেটের ঘোষণা করলেন কমলা হ্যারিস। দুটি নাম ঘুরপাক খাচ্ছিল। পেনসিলভ্যানিয়ার গভর্নর জোস শাপিরো এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তাঁদের মধ্যে থেকে টিমকেই বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী। অর্থাৎ নির্বাচনে কমলা জিতলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন ইনিই।

মিনেসোটার গভর্নর টিম এক হাই স্কুলের শিক্ষক ও ফুটবল কোচ। তাঁর স্ত্রী গোয়েন ওয়ালজ একজন শিক্ষাবিদ। তাঁদের দুই সন্তান হোপ ও গাস। ধর্মীয় পরিচয়ে তাঁরা লুথেরান। মিনেসোটার ২০ শতাংশই এই খ্রিস্টীয় ধর্মাবলম্বীর অংশ। ২০০৬ সালে রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ওয়ালজের। তিনি এক রিপাবলিকান ঘেঁষা জেলায় জয়ী হন। ২০১৬ সাল পর্যন্ত সেখানকার পদ ধরে রেখেছিলেন ওই নেতা। পরে তিনি গভর্নর হিসেবে ভোটে দাঁড়ান। ২০১৮ ও ২০২২ পর পর দুবার তিনি মিনেসোটার গভর্নর হয়েছেন। এবার তাঁকেই রানিং মেট বাছলেন কমলা।

Advertisement

[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা]

কেন টিমকেই বেছেছেন তিনি? আসলে তাঁর প্রগতিশীল নীতি, শিক্ষকতার পেশা, যোগাযোগের দক্ষতা তাঁকে কমলা হ্যারিসের রানিং মেট হওয়ার দিকে এগিয়ে দিয়েছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে কমল‌া হ্যারিসের (Kamala Harris) নাম ঘোষণার পর থেকেই যেভাবে ডেমোক্র্যাট শিবির চাঙ্গা হয়ে মাঠে নেমেছে, অনুদানের বন্যা বয়ে যাচ্ছে যেভাবে, তাতে রিপাবলিকান শিবির শঙ্কিত। এসবের মধ্যেই হ‌্যারিসের ‘আইডেন্টিটি’ নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প (Donald Trump) যে কৃষ্ণাঙ্গ ও মহিলা ভোটারদের আরও এককাট্টা হয়ে ডেমোক্র্যাটদের ছাতার তলায় যেতে সাহায্য করছেন, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ফলে আগামী নির্বাচনে ট্রাম্পের জয় যত অনায়াস মনে করা হচ্ছিল বাইডেন সরে দাঁড়াতেই সেই ছবি পালটে গিয়েছে। যত সময় যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে চাপ ক্রমশ বাড়ছে রিপাবলিকান নেতার উপরে।

[আরও পড়ুন: চৈনিক চালেই হাসিনার পতন, বাংলাদেশে ‘অভ্যুত্থানে’র নেপথ্যে ISI!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement