Advertisement
Advertisement

Breaking News

Bird Flu

প্রথমবার বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু, নয়া মহামারীর আশঙ্কা মেক্সিকোয়!

ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয় রোগীর।

WHO confirms world's first human bird flu death
Published by: Kishore Ghosh
  • Posted:June 6, 2024 11:26 am
  • Updated:June 6, 2024 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোতে (Mexico) বার্ড ফ্লুতে (Bird Flue) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর পর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কিছুদিন আগে মেক্সিকোর পোলট্রিতে A(H5N2) মারণ ভাইরাস ছড়ানোর খবর মিলেছিল। তবে গোটা বিশ্বে এটিই প্রথম ইনফ্লুয়েঞ্জা A(H5N2) ভাইরাসের সংক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা। প্রাথমিক পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে অজানা ফ্লু’র উপস্থিতি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আরও উন্নত ল্যাবে টেস্ট করে H5N2 টাইপ বার্ড ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই ঘটনা যুক্তরাষ্ট্রে H5N1 বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়। যে ভাইরাসে স্থানীয় দুই শ্রমিক আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

 

[আরও পড়ুন: লোকসভার বিরোধী দলনেতা পদে রাহুলকে চাইছে দল! রাজি হবেন সোনিয়াতনয়?

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাঁকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মারা যান। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ রয়টার্সকে বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। কিন্তু বার্ড ফ্লু ভাইরাস তাঁর অবস্থা আরও জটিল করে তুলেছিল। এখন প্রশ্ন উঠছে, কীভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলেন বৃদ্ধ?

 

[আরও পড়ুন: গেরুয়া ঝড় থামিয়ে নজরকাড়া সাফল্য, কেমন হল অভিষেক-রাহুল-অখিলেশদের মার্কশিট?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement