সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জেলেনস্কি সরকারকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর মস্কো। ইউক্রেনের খারকভ, কিয়েভ-সহ একাধিক শহর কার্যত অবরুদ্ধ। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছিল, কিয়েভের দিকে এগিয়ে আসছিল প্রায় ৬৫ কিলোমিটার লম্বা সাঁজোয়া কনভয়। কিন্তু এখনও তারা গন্তব্যে পৌঁছয়নি। এবার প্রশ্ন উঠছে ট্যাঙ্ক, ট্রাক ও মিসাইল লঞ্চারের ওই বিশাল কনভয় গেল কোথায়?
বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, “আমাদের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ থেকে ৩৬ ঘণ্টায় তাদের উল্লেখ করার মতো কোনও অগ্রগতি হয়নি। সম্ভবত বাহিনীগুলো তাদের পুনর্গঠন এবং নিজেদের মন্থরগতির জন্য যে সময় তারা নষ্ট করেছে, তা কীভাবে পুষিয়ে নেবে তার পুনর্মূল্যায়ন করছে। সম্ভবত এই কারণে এমন দেরি হচ্ছে।” এছাড়া, সৈনিকদের কাছে রসদ ও জ্বালানি পৌঁছে দেওয়া রাশিয়ার কাছে কষ্টসাধ্য প্রমাণিত হচ্ছে বলেও জানান তিনি। একইসঙ্গে, ইউক্রেনীয়দের অদম্য প্রতিরোধও রুশ সাঁজোয়া কনভয়ের মন্থর গতির অন্যতম কারণ।
সম্প্রতি, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গ্রহণ করা নতুন ছবির ভিত্তিতে আমেরিকার বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস জানিয়েছিল, ওই কনভয়ে ট্যাঙ্ক-সহ কয়েকশ সামরিক যান আছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভানকিভ শহরের নিকটবর্তী পথ ধরে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। বাইডেন প্রশাসনের অধিকারিকদের একাংশের মতে, এত বড় সামরিক কনভয় নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তাঁরা। পাশাপাশি ইউক্রেনে হিংসা বৃদ্ধি, সাধারণ মানুষের প্রাণহানি এবং নির্বিচার হত্যা নিয়েও উদ্বিগ্ন তাঁরা।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাত উসকে দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। রুশ (Russia) বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার হুঁশিয়ারি দিলেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তবে তা হবে পরমাণু যুদ্ধ ও ধ্বংসাত্মক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে একথা জানা যাচ্ছে। এই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সারা বিশ্বেরই শান্তিকামী মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.