Advertisement
Advertisement
KP Sharma Oli

ভারতে নয়, যোগের উৎপত্তি হয়েছে নেপাল থেকে! ফের বিতর্কিত মন্তব্য সেদেশের প্রধানমন্ত্রীর

গত বছর আবার নেপালের প্রধানমন্ত্রী ওলি দাবি করেছিলেন রামচন্দ্র নেপালি।

When Yoga came into existence, there was no existence of India, claims Nepal's caretaker PM KP Sharma Oli | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 22, 2021 12:12 pm
  • Updated:June 22, 2021 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির (KP Sharma Oli)। এবার যোগাভ্যাস নিয়ে আজব দাবি করলেন তিনি। তাঁর মতে, ভারত নয়, নেপালেই যোগাসনের উৎপত্তি। আর যোগের উৎপত্তির সময় ভারতবর্ষের অস্তিত্বই ছিল না।

সোমবার গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালন করেছে। সেই উপলক্ষ্যে কাঠমাণ্ডুর এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে ওলি বলেন, “ভারতে নয় নেপালেই যোগাসনের উদ্ভব হয়েছে। যোগের যখন উৎপত্তি হয়েছিল তখন ভারতবর্ষের কোনও অস্তিত্বই ছিল না।” ওলির মতে, যে ভারতবর্ষ এখন রয়েছে তা অতীতে ছিল না। ভারতীয় ভূখণ্ড তখন নানা ভাগে বিভক্ত ছিল। তখন শুধু মহাদেশ ও উপ-মহাদেশের ভাগ ছিল বলে দাবি নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: চিনে চরমে উইঘুর নির্যাতন, শিনজিয়াং যেতে চান রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের প্রধান]

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আস্থাভোটে হেরেও নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ‘চিনপন্থী’ কেপি শর্মা ওলি। কারণ সেদেশের রাষ্ট্রপতির দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধী দলগুলি সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। তাই নেপালের সংবিধানের ৭৬ (৩) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন ওলি। এর আগেও নিজের বিতর্কিত মন্তব্যের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। ২০২০ সালে তিনি দাবি করেছিলেন, রামচন্দ্র আদতে ভারতীয় নন, তিনি নেপালি। আর আসল অযোধ্যা নেপালেই রয়েছে। তাঁর এই মন্তব্যে সেই সমস তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় অযোধ্যার পুরোহিতরা ওলিকে ‘পাগল’ বলে তুলোধোনা করে ভবিষ্যদ্বাণী করে বলছিলেন, এক মাসের মধ্যে পড়ে যাবে নেপালের বর্তমান সরকার।</p

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement