সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় নাম কমোডো ড্রাগন৷ আকৃতি দৈত্যাকার৷ এমনিতে বনে থাকলেও খাবারের খোঁজে এই দৈত্যাকৃতি সরীসৃপরা নাকি মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে৷ কিন্তু অচেনা কেউ দেখলে গডজিলা ভেবে বসতে পারে৷ এবার এমনই একটি দৈত্যাকৃতি ‘গডজিলা’-র দেখা মিলল থাইল্যান্ডে৷ গৃহস্থের বাড়ির দরজায় বিরাট ওই কমোডো ড্রাগনকে দেখলে পিলে চমকে যায় বইকি!
গত বুধবার আত্তানাই থাইইউয়ানওং এমনই একটি দৈত্যাকৃতি প্রাণীর সন্ধান পান নিজের বাড়িতে৷ জন্তুটি তাঁর বাড়ির দরজায় ক্রমাগত ধাক্কা মারছিল৷ জোর করে ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল৷ আত্তানাইয়ের পোষ্য সারমেয় এই ভয়াবহ জন্তুটিকে দেখে চিৎকার করতে শুরু করলে বাড়ির লোকজন ওই জন্তুটির উপস্থিতি সম্পর্কে সচেতন হন৷
জন্তুটির এই গৃহস্থ বাড়িতে জোর করে ঢুকতে চাওয়ার ভিডিওটি আত্তানাই ফেসবুকে লাইভ আপডেট করেন! তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে৷ জন্তুটির চেহারা দেখুন, আপনারও ভয় করবে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.