Advertisement
Advertisement
Russia Ukraine War

Russia-Ukraine War: ‘ভারতকেও ধ্বংস করবে পশ্চিমী দুনিয়া’, দাবি রুশপন্থী ডোনেৎস্ক প্রতিনিধির

ভারতের বৈচিত্রের সুযোগ নেবে পশ্চিমী দেশগুলি, দাবি বাসুরিনের।

West will Destroy India, Says Donetsk Representative | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 7, 2022 2:11 pm
  • Updated:April 7, 2022 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) প্রেক্ষিতে ভারতের অবস্থান নিয়ে নানা মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের শান্তির নীতির প্রশংসা করেছে সব পক্ষই। গতকালই সংসদে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, “ভারত শুধুমাত্র শান্তির পক্ষে।” এহেন পরিস্থিতিতে ভারতের জন্য সতর্কবার্তা দিয়েছেন ডোনেৎস্ক (Donetsk) অঞ্চলের প্রতিনিধি আলেকসান্ড্রোভিচ বাসুরিন। তিনি জানিয়েছেন, পশ্চিমী দুনিয়ার (West) থেকে সাবধান থাকা উচিৎ ভারতের। কারণ ওরা ভারতকেও ধ্বংস করে দিতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বাসুরিন জানিয়েছেন, “পশ্চিমী দেশগুলি রাশিয়াকে ধ্বংস করতে চায়। তবে সেখানেই শেষ নয়, এর পরে ভারতের দিকে হাত বাড়াবে তারা।” কিন্তু কেন এই পদক্ষেপ নেবে পশ্চিমী দেশগুলি (Western Country) যেখানে ভারতের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক বেশ ভাল। সেই উত্তরও দিয়েছেন ডোনেৎস্কের প্রতিনিধি। তিনি জানিয়েছেন, “রাশিয়ার মতো ভারতও বৈচিত্রময় দেশ। সেখানে বহু ভাষাভাষী মানুষ বসবাস করেন, তাঁদের বিশ্বাস আলাদা। ভারত অনেক বড় দেশ, সেখানে বিভিন্ন এলাকায় স্থানীয় কিছু না কিছু সমস্যা রয়েছে।” এই সুযোগকে কাজে লাগিয়েই ভারতের ঐক্য নষ্ট করা হবে বলে দাবি করেছেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: আচমকাই বন্ধ করে দেওয়া হল আইপিএল নিয়ে করা ধোনির বিজ্ঞাপন, কিন্তু কেন?]

প্রসঙ্গত, আন্তর্জাতিক চাপের মুখেও নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছে ভারত। এর আগেও আমেরিকার পক্ষ থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রাশিয়ার সঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক সম্পর্ক ভাল ভাবে নেবে না তারা। রাষ্ট্রপুঞ্জের (UN) মঞ্চে ভারত-রাশিয়া সংক্রান্ত প্রশ্নে ভোটদান থেকে বিরত থেকেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা উচিৎ অপর দেশগুলির। সেই প্রসঙ্গে বাসুরিন বলেছেন, “আমি ডোনেৎস্কে থাকি, যা ঘটেছে সব আমার চোখের সামনে ঘটেছে। ভারত কেন মনে করছে ইউক্রেনে ঢুকে রাশিয়া আক্রমণ করেছে? ইউক্রেনীয় সেনা এসে ডোনেৎস্ক অঞ্চলে আক্রমণ শুরু করেছে। এটা আমাদের যুদ্ধ।”

রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার আগেই ডোনেৎস্ক এবং লুহানস্ক প্রদেশ দু’ টিকে (দোনবাস অঞ্চল) স্বাধীন ঘোষণা করেছিল। বাসুরিনের মতে, ইউক্রেনের অধীনে থাকতে চান না তাঁরা। তিনি বলেছেন,”আমাদের বিশ্বাস, ভাষা পরিত্যাগ করতে চাই না আমরা। আমাদের জীবনযাত্রা, আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চাই।” সেই কারণেই রাশিয়া দোনবাস অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছে বলে দাবি তাঁর। তিনি আরও জানিয়েছেন, “বিদেশি সংবাদমাধ্যমগুলি রাশিয়াকে ধ্বংস করতে চায় বলেই বিরূপ প্রচার চালাচ্ছে।”

[আরও পড়ুন: আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন, নিশানায় ভারতও, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement