Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

‘সবার চেয়ে বেশি সাহায্য করেছে ভারত’, নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কা

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্রটি।

'We're very grateful to India', says Sri Lanka minister। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 4, 2023 12:52 pm
  • Updated:March 4, 2023 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিদেশি মুদ্রার পরিমাণ কমতে কমতে মাত্র ৫০ কোটি ডলারে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা (Sri Lanka)। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাদের পাশে যে দেশগুলি দাঁড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে আগে রয়েছে ভারত। কেবল এগিয়ে থাকাই নয়, বাকি সব দেশ মিলে যা করেছে, তার চেয়েও বেশি করেছে নয়াদিল্লি। এভাবেই প্রতিবেশী দেশকে প্রশংসায় মুড়ে দিচ্ছে দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাব্রি জানাচ্ছেন, ”আমরা ভারতের কাছে খুবই কৃতজ্ঞ।”

শুক্রবার ভারতকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার মন্ত্রী। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কথা বলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ”গত মে-জুন মাসের ভাঙনের পর শ্রীলঙ্কা অনেকটা পথ চলে এসেছে। আমাদের মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দীর্ঘ লাইন নেই। পর্যটনও আগের জায়গায় ফিরেছে।” সব মিলিয়ে তাঁকে যথেষ্টই আশাবাদী দেখিয়েছে এদিন। আর এই প্রসঙ্গেই উঠে আসে অন্য দেশের সাহায্য়ের কথা। আলি বলেন, ”পরিস্থিতি পুনরুদ্ধার ও স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় পার্টনার ভারত। আমার তো মনে হয়, বাকি সব দেশগুলি মিলে যা করেছে, ভারত একাই তার থেকে বেশি করেছে। ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যা আমাদের নতুন শক্তি জুগিয়েছে। ভারতের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”

Advertisement

[আরও পড়ুন: বাইডেনের শরীরে ক্যানসারের থাবা! হল অস্ত্রোপচার, কেমন আছেন মার্কিন প্রেসিডেন্ট?]

একাধিক দেশ থেকে ঋণ নিয়ে প্রবল আর্থিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র। ঋণ মকুবের পরিকাঠামো নিয়ে একমত হতে পারেনি চিন (China) ও আইএমএফ (IMF)। এহেন পরিস্থিতিতে একেবারেই খরচের পথে হাঁটতে চাইছে না রনিল বিক্রমাসিঙ্ঘের সরকার। যেনতেন প্রকারেণ ঘুরে দাঁড়াতে চায় দ্বীপরাষ্ট্রটি। আর সেই প্রসঙ্গেই চিন নয়, ভারতের প্রসঙ্গই তুলতে দেখা গেল তাদের।

[আরও পড়ুন: ‘মানুষ জবাব দিতে শুরু করেছে’, ৪২ দিন পর জেল থেকে বেরিয়ে স্বমেজাজে নওশাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement