Advertisement
Advertisement

Breaking News

‘বিজ্ঞানী বানাচ্ছে ভারত, পাকিস্তানের সৃষ্টি লস্কর’

সুষমার ভাষণে বিদ্ধ পাকিস্তান।

We made IITs, Pakistan made Lashkar, Says Sushma at UN
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2017 3:15 am
  • Updated:September 24, 2017 3:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে পাকিস্তানকে বেনজির আক্রমণ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইসলামাবাদকে তুলোধোনা করে বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমরা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করছি, আর পাকিস্তান লড়াই করছে আমাদের সঙ্গে। আমরা বিজ্ঞানী, চিকিৎসক তৈরি করছি আর পাকিস্তান তৈরি করছে জঙ্গি।” এই নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রসংঘে ভাষণ দিলেন সুষমা। শনিবার হিন্দিতেই ভাষণ দেন তিনি।

[পাকিস্তানকে ‘জঙ্গিস্তান’ বলে রাষ্ট্রসংঘে আক্রমণ ভারতের]

Advertisement

সুষমা বলেন, “আমরা আইআইটি, আইআইএম, এইমস, ইসরোর মতো প্রতিষ্ঠান তৈরি করেছি। সেখানে পাকিস্তান লস্কর-ই-তৈবা, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে। ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীন হলেও আমরা আজ মহাকাশ অভিযান করছি, কিন্তু পাকিস্তান এখনও জঙ্গিদের স্বর্গরাজ্য হিসাবেই রয়ে গিয়েছে। আমরা যখন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি তখন ইসলামাবাদ শুধুই জঙ্গি তৈরির আঁতুড়ঘর হিসাবে থেকে গিয়েছে। দেশের তরুণ ও যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনও ভাবনাই নেই।” পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, “নিজেদের পুরনো ভুলগুলো সংশোধন করে উন্নয়নের পথে হাঁটুন। ভবিষ্যত উন্নয়ন ও অগ্রগতির জন্য জন্য নতুন নীতি নির্ধারণ করুন।”

সুষমা জানান, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই শান্তি ও বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন, কিন্তু পাকিস্তান সেই হাত ধরতে অস্বীকার করে। এদিনের ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানান, ভারত প্যারিস চুক্তি মেনেই চলবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সুষমার ভাষণের প্রশংসা করেন। মোদি বলেন, “সন্ত্রাসবাদের ভয়াবহতা সঠিকভাবে তুলে ধরেছেন সুষমা।” রাজনাথ সুষমাকে অভিনন্দন জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ দমন নিয়ে পাকিস্তান যে দ্বিচারিতা করছে তা যথার্থই তুলে ধরেছেন সুষমা।”

সুষমার আগেই পাকিস্তানকে একঘরে করার ব্যবস্থা খানিকটা করে ফেলেছিলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় সচিব এনাম গম্ভীর। শুক্রবার সাধারণ সভায় তাঁর বক্তব্য ছিল, পাকিস্তানে আসলে ‘জঙ্গিস্তান’। এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়াতে রাজি নয় ‘পরম বন্ধু’ চিন। বেজিং জানায়, কাশ্মীর সমস্যায় হস্তক্ষেপ করবে না তারা। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

[নজরে চিন, প্রথমবার রাশিয়ার সঙ্গে দেশের তিন বাহিনীর মহড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement