ইমরান খান
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পাকিস্তানের দুর্বল অর্থনীতি নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে ইমরান খানকে৷ যত দিন যাচ্ছে তাঁর এই হতাশা যেন প্রবল থেকে প্রবলতর হচ্ছে৷ পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে এবার দেশের আমলাদের সামনে কার্যত ভেঙে পড়লেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান৷ হতাশ গলায় জানালেন, ”চরম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রশাসনকে৷ দেশ চালানোর টাকা নেই আমাদের৷”
[হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে ‘ধর্মনিরপেক্ষ’ তকমা হারাচ্ছে ভারত]
শুক্রবার দেশের আমলাদের একটি বৈঠকে যোগ দেন ইমরান খান৷ সেখানেই পাকিস্তানকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি৷ আমলাদের সামনে দেশের বেকারত্ব সমস্যা ও অর্থনৈতিক মানদণ্ড ভেঙে পড়ার কথা স্বীকার করে নেন তিনি৷ বলেন, ”পাক নাগরিকদের একটা বড় অংশ যুব সমাজ৷ তাঁদের জন্য চাকরির ব্যবস্থা করা বর্তমান সরকারের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়৷ ফাঁদে পড়েছে নয়া সরকার৷” এরপরেই দেশকে এই অবস্থা থেকে টেনে তোলার বার্তা দেন নয়া পাক প্রধানমন্ত্রী৷ বলেন, ”আমরাই পারব দেশকে এই সমস্যা থেকে বের করে আনতে৷ এজন্য আমাদের দায়িত্ব নিতে হবে৷ নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে৷”
[সম্পর্ক মজবুত করতে প্রথম লিয়াজোঁ কার্যালয় খুলল দুই কোরিয়া]
‘পাকিস্তানে জলের সমস্যা প্রবল৷ বাঁধ তৈরিতে আপনারা অর্থ সাহায্য করুন’৷ প্রবাসী পাক নাগরিকদের উদ্দেশ্যে কয়েকদিন আগে এমনই আকুতি করতে দেখা যায় পিটিআই প্রধানকে৷ তিনি জানান, জল সংকট পাকিস্তানর কাছে বড় সমস্যা৷ ফলে দেশের মানুষের রক্ষার্থে প্রবাসীদের এগিয়ে আসতে হবে৷ প্রত্যেক প্রবাসী পাক নাগরিকদের দেশের জন্য হাজার মার্কিন ডলার করে অনুদান দেওয়ার অনুরোধ করেন তিনি৷ বলেন, এই অনুদানের মাধ্যমেই দেশের বিভিন্ন নদীতে বাঁধ তৈরির কাজ শুরু করতে পারবে সরকার। পাশাপাশি, তাঁকে সরব হতে দেখা যায় পূর্ববর্তী পাক প্রশাসনের বিরুদ্ধে৷ এদিনও অতীতের পাক সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি৷ তাঁদের উপর সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ তুলেছেন ইমরান খান। দেশের মানুষের নিয়ে পূর্ববর্তী সরকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.