Advertisement
Advertisement

Breaking News

Barcelona industrial summit

‘বাংলা পালটে গিয়েছে, আসুন’, বার্সেলোনার শিল্প সম্মেলনে বার্তা শিল্পপতিদের

মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ হাতে ধর্মঘট সংস্কৃতিকে শেষ করেছেন, বলছেন শিল্পপতিরা।

WB industrialists urge to invest in Bengal at Barcelona industrial summit | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 19, 2023 4:38 pm
  • Updated:September 19, 2023 5:13 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: গত ১০-১২ বছরে বদলে গিয়েছে বাংলা। প্রবল গতিতে এগোচ্ছে রাজ্য। বাংলায় আসুন, বিনিয়োগ করুন। বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে একযোগে বার্তা শিল্পপতি হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজাদের। একইসঙ্গে তুলে ধরলেন, বাংলার দক্ষ শ্রমিক এবং শূন্য কর্মদিবস নষ্টের কথাও। যেভাবে রাজ্যের শীর্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ হাতে ধর্মঘট সংস্কৃতিকে শেষ করেছেন, তারও ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতিরা। আর এই বিষয়গুলি তুলে ধরেই রাজ্যে বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন তাঁরা।

মঙ্গলবার বার্সেলোনার শিল্প সম্মেলনে উপস্থিত রয়েছেন সপার্ষদ বাংলার মুখ্যমন্ত্রী। রয়েছেন তাঁর প্রশাসনের আমলারা এবং একাধিক শিল্পপতিরা। যারা ইতিমধ্যে বাংলায় বিপুল বিনিয়োগ করেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন রাজ্যে। সম্মেলনের শুরুতেই তাঁদের সেই অভিজ্ঞতার কথায় স্পেনের বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন।

Advertisement

[আরও পড়ুন: পদ্ম সংসারে তুমুল অশান্তি, রাজ্য অফিসে রাহুল-দিলীপের ঘর ভাঙার পরিকল্পনা]

সম্মেলনের শুরুতেই বার্সেলোনার শিল্পপতিদের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। তাঁর কথায়, শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতি নেই বাংলায়। রাজ্যের শ্রমিকের সমস্যা নেই। ধর্মঘট হয় না। প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে বাংলায়। ফলে শ্রমিকের ঘাটতি হবে না। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে হর্ষ নেওটিয়া বলেন, “দিদি সর্বার্থেই দিদি। বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে সকলের খেয়াল রাখেন।” একই কথা শোনা গিয়েছে হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজাদের গলাতেও। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মিত্তাল শিল্পগোষ্ঠীর বার্তা, “বাংলায় যান। দেখুন। বিনিয়োগ করুন।”

প্রসঙ্গত, শিলিগুড়িতেই মিত্তালদের বাস। তাঁর পড়াশোনা কলকাতার সেন্ট জেভিয়ার্সে। ৩৪ বছরের বাম জমানায় বাংলায় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। এমন অভিযোগ রয়েছেই। বাংলার শিল্পপতিরাও সেই সময় বাংলা ছেড়ে অন‌্য রাজ‌্য বা দেশে লগ্নি করতে শুরু করেন। তাঁদের আবার ঘরে ফেরানোর পালা চলছে। পিসিএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিএমডি কমল মিত্তল মুখ‌্যমন্ত্রীর ডাকেই সাড়া দিয়ে প্রথম পর্বে বাংলায় ২৫০ কোটি টাকার লগ্নি কথা ঘোষণা করেছেন।

[আরও পড়ুন: Kasba Student Death: পুলিশ কমিশনারের নজরদারিতে তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement