কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্টেশনে পৌঁছে সাফ জানালেন, তিনি ফার্স্ট ক্লাসে যাবেন না। আমজনতার সঙ্গেই ট্রেনে মাদ্রিদ থেকে বার্সেলোনার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাণিজ্য প্রতিনিধি ও শিল্পপতিরা ফার্স্ট ক্লাসেই যাচ্ছেন বার্সেলোনা।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য বার্সেলোনা। রবিবার ‘টিম’ মুখ্যমন্ত্রী যাচ্ছে ট্রেনে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ট্রেনের একটি কামরা সংরক্ষণ (বুক) করেছিল। মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল ফার্স্ট ক্লাসে। তবে স্টেশনে পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ফার্স্ট ক্লাসে যাবেন না তিনি। সফর করবেন আমজনতার মতোই। সেই মতোই ট্রেনে ওঠেন তিনি। মাদ্রিদের স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ ছাড়ে ট্রেন। বাণিজ্য প্রতিনিধি ও শিল্পপতিরা ফার্স্ট ক্লাসেই যাচ্ছেন বার্সেলোনা। সফরের মাঝে নিজের আসন ছেড়ে শিল্পপতিদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার মাদ্রিদের মাটিতে পা রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার পর টানা তিনদিন চলেছে লগ্নি কর্মসূচি। ক্রীড়া থেকে শিল্পক্ষেত্র, ভাষা থেকে শিক্ষা, একাধিক মউ স্বাক্ষর হয়েছে। চেরি অন দ্য টপ-শিল্পসফরে ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ঝোড়ো ব্যাটিং। স্থানীয় ভারতীয়দের মধ্যেও প্রবল আগ্রহ ছিল মুখ্যমন্ত্রীকে ঘিরে। তাঁদের আগ্রহও ‘দিদি’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.